প্রশ্ন: " ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারো মনে পড়ে না তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে ।" উক্তিটি কোন রচনায় আছে ? এর তাৎপর্য বুঝিয়ে বলো
উত্তর:- " ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারো মনে পড়ে না ...." উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের " একরাত্রি " গল্পে আছে ।
[ ] গল্প কথক নিজের কৃকর্মের জন্য আক্ষেপ করে এই তত্ত্ব কথাটি বলেছেন । গল্প কথকের বাল্য প্রণয়িনী সুরবালা । অভিভাবকেরা উদ্যোগী হয়ে সুরবালার সঙ্গে গল্প গল্প কথকের বিবাহ দিতে চান । কিন্তু গল্প কথক তখন কলকাতায় পড়াশোনা করতে গেছেন । পার্টির নেতাদের গরম বক্তৃতার প্রভাবে তিনি তখন মাটসিনি গারিবালডি হবার স্বপ্ন দেখতে শুরু করেছেন । আজীবন বিবাহ না করে দেশের কাজ করে মরবার সংকল্প করেছেন । বিবাহের মতো তুচ্ছ কর্মে মন দিতে চাননি ।
[ ] পিতার মৃত্যুর পর সংসারের জোয়াল ঘাড়ে পড়তেই অর্থনৈতিক চাপে মাটসিনী গারিবালডি হবার স্বপ্ন ঘুচে যায় । তখন সুরবালার মতো সাংসারিক মেয়ের প্রয়োজনটাই বড়ো হয়ে ওঠে । একটা সামান্য স্কুলের সেকেন্ড মাস্টার হয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হয় । যাকে একদিন অনায়াসে পেতে পারতেন সে আজ ধরা ছোঁয়ার বাইরে । যে সুযোগটা আপনা থেকে এসেছিল ভ্রান্তি বশত তাকে গ্রহণ করেননি । আজ শত চেষ্টা করলেও আর সেই সুযোগ ফিরে আসবে না গল্প কথকের এখনকার মনোবঞ্চনাও আর পূরণ হবার নয় । সময় মতো সঠিক কাজটা করতে না পারার জন্য আমরা কত কাম্য বস্তুকে হারাতে বাধ্য হই । তখন আফশোস করা ছাড়া আর কিছুই করার থাকে নাা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন