সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারো মনে পড়ে না তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে উক্তিটি কোন রচনায় আছে এর তাৎপর্য বুঝিয়ে বলো প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারো মনে পড়ে না তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে উক্তিটি কোন রচনায় আছে এর তাৎপর্য বুঝিয়ে বলো প্রশ্নোত্তর Bengali honours thik somoye kaj korite kaharo mone pore na tahar pore bethik somoye bethik basona loiya osthir hoiya more uktiti kon rochonay ache ar tatporjo bujhiye bolo



প্রশ্ন: " ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারো মনে পড়ে না তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে ।" উক্তিটি কোন রচনায় আছে ? এর তাৎপর্য বুঝিয়ে বলো 

উত্তর:- " ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারো মনে পড়ে না ...." উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের " একরাত্রি " গল্পে আছে ।


[      ] গল্প কথক নিজের কৃকর্মের জন্য আক্ষেপ করে এই তত্ত্ব কথাটি বলেছেন । গল্প কথকের বাল্য প্রণয়িনী সুরবালা । অভিভাবকেরা উদ্যোগী হয়ে সুরবালার সঙ্গে গল্প গল্প কথকের বিবাহ দিতে চান । কিন্তু গল্প কথক তখন কলকাতায় পড়াশোনা করতে গেছেন । পার্টির নেতাদের গরম বক্তৃতার প্রভাবে তিনি তখন মাটসিনি গারিবালডি হবার স্বপ্ন দেখতে শুরু করেছেন । আজীবন বিবাহ না করে দেশের কাজ করে মরবার সংকল্প করেছেন । বিবাহের মতো তুচ্ছ কর্মে মন দিতে চাননি ।



[       ] পিতার মৃত্যুর পর সংসারের জোয়াল ঘাড়ে পড়তেই অর্থনৈতিক চাপে মাটসিনী গারিবালডি হবার স্বপ্ন ঘুচে যায় । তখন সুরবালার মতো সাংসারিক মেয়ের প্রয়োজনটাই বড়ো হয়ে ওঠে । একটা সামান্য স্কুলের সেকেন্ড মাস্টার হয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হয় । যাকে একদিন অনায়াসে পেতে পারতেন সে আজ ধরা ছোঁয়ার বাইরে । যে সুযোগটা আপনা থেকে এসেছিল ভ্রান্তি বশত তাকে গ্রহণ করেননি । আজ শত চেষ্টা করলেও আর সেই সুযোগ ফিরে আসবে না গল্প কথকের এখনকার মনোবঞ্চনাও আর পূরণ হবার নয় । সময় মতো সঠিক কাজটা করতে না পারার জন্য আমরা কত কাম্য বস্তুকে হারাতে বাধ্য হই । তখন আফশোস করা ছাড়া আর কিছুই করার থাকে নাা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন