সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল । " কে কোন মুহূর্তে জননীর পদ অধিকার করে বসল ? কেন প্রশ্নোত্তর
প্রশ্ন : " সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল । " কে কোন মুহূর্তে জননীর পদ অধিকার করে বসল ? কেন ?
উত্তর:- " সেই মুহূর্তে সে জননীর পদ ..." এ খানে " পোস্টমাস্টার " গল্পের রতনের কথা বলা হয়েছে । যে সময় পোস্টমাস্টারের কাছে রতনের পড়তে বসবার কথা , সেই সময় পোস্টমাস্টার খাটিয়ায় শুয়ে আছেন দেখে রতন ফিরে আসছিল । পোস্টমাস্টার তাকে বলেন " শরীর টা ভালো বোধ হচ্ছে না । দেখতো আমার কপালে হাত দিয়ে । " রতন কপালে হাত দিয়েই বুঝতে পারে দাদাবাবুর সেবায় ব্রতী হয়ে যায় ।
[ ] রতন মেয়ে । মাতৃ সুলভ স্নেহ মমতার হৃদয়টি তাঁর ছিল । তাছাড়া এত দিন দাদাবাবুর সান্নিধ্য যেটুকু স্নেহ ভালোবাসা পেয়ে এসেছে তাতে দাদাবাবুকে নিজের ভরসাস্থল মনে করেছে । সেই জন্যই নিবান্ধব দাদাবাবু কে সুস্থ করে তোলাটা তাঁর নিজের প্রয়োজনে ও জরুরি মনে হয়েছে । দায়িত্ব শীল আপনজনের মতোই বৈদ্য ডেকে নিয়ে এসেছে , সময় মতো ওষুধ খাইয়েছে । আর সেবার ফাঁকে ফাঁকে বারবার জিজ্ঞাসা করেছে " হ্যাঁগো দাদাবাবু একটু খানি ভালোবোধ হচ্ছে কি ।"
কোন মন্তব্য নেই