মা হবার দুঃখ টুকু পেলুম কিন্তু মা হবার মুক্তি টুকু পেলুম না ব্যাখ্যা করো প্রশ্নোত্তর
প্রশ্ন: " মা হবার দুঃখ টুকু পেলুম কিন্তু মা হবার মুক্তি টুকু পেলুম না ।" ব্যাখ্যা করো ।
উত্তর:- " স্ত্রীর পত্র " গল্পের নায়িকা মৃণাল স্বামীকে লেখা পত্রের এক জায়গায় উদ্ধৃত উক্তিটি করেছে । সংসারে মৃণাল কারো ভালোবাসা পায়নি । তাঁর কোনো সাধ আহ্লাদ কখনো পূরণ হয়নি । এ রকম মেয়েরা সন্তানকে আশ্রয় করে বাঁচার চেষ্টা করতে পারে । মৃনালের সন্তানও ছিল না । তার একটি মেয়ে জন্মেছিল কিন্তু বাঁচেনি । আতুর ঘরের অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাধি গ্রস্থ হয়ে সে মারা গিয়েছে । মৃণালেরও অবস্থা খারাপ হয়েছিল । তবে কোনো ক্রমে সে বেঁচে গিয়েছে ।
[ ] সন্তানের জন্ম দিয়েও মৃণাল মায়ের মর্যাদা লাভ করতে পারেনি । সন্তানকে দশমাস গর্ভে ধারণ করবার যন্ত্রণা , তাকে প্রসব করবার যন্ত্রণা সবই মৃণাল ভোগ করেছে । কিন্তু " মা " ডাক শুনবার শুখ টুকু সে লাভ করেনি । সন্তানের " মা " ডাক শোনার মধ্যে দিয়ে , তার দেহ মনের বিকাশ প্রত্যক্ষ করবার মধ্যে দিয়ে নারী জীবনের যে সার্থকতা , যে মুক্তি , , যে চরিতাথতা তা মৃণালের ভাগ্যে জোটেনি বলেই আক্ষেপ করে সে উদ্ধৃত কথাটি লিখেছেন ।
কোন মন্তব্য নেই