প্রশ্ন: " সেই সাগর নাড়ের বিয়ে দেয় , ছে " না কি দুটো দল হয়েছে , মুইআজাদের দলে বক্তা কে ? এ খানে কোন সাগরের কথা বলা হয়েছে ? বক্তার চরিত্রের পরিচয় দাও ।
উত্তর:- " সেই সাগর নাড়ের বিয়ে দেয় , ছে ..." উক্তিটির বক্তা নীলদর্পণ নাটকের আদুরী । সে এ খানে সাগর বলতে বিদ্যাসাগরের কথা বলেছে । বিদ্যাসাগর ১৮৫৬ সালে বিধবা বিবাহের আইন পাশ করান এবং বিধবাদের বিবাহ দেবার ব্যাপারে উদ্দ্যোগী হন । এর প্রতিকূলেও একটা দল খাড়া হয়েছিল । আদুরী বিধবা বিবাহ সমর্থন করত না । সংস্কার বশে সে বিধবা বিবাহ পাপ মনে করত । তাই রাজা রাধাকান্ত দেবের নেতৃত্বে বিদ্যাসাগরের প্রতিপক্ষ হিসেবে যে দল গড়ে ওঠে , আদুরী সেই দলে যোগ দিতে চেয়েছে ।
[ ] নাটকে হাস্যরস সৃষ্টির জন্য নাট্যকার এই আদুরী চরিত্রটির পরিকল্পনা করেছেন । আদুরী বোস বাড়ীর বিশ্বস্ত পরিচারিকা বাড়ীর সদস্যদের মতোই সে থাকে । সে অত্যন্ত সরল , তামাশা - প্রিয় এবং কম বুদ্ধির মেয়ে । অভিজাত বাড়ীতে কাজ করলেও রুচি তার মার্জিত হয়নি কথায় কথায় সে তামাশা করে । তার অধিকাংশ তামাশায় আদিরস ও গ্রাম্যতা প্রকাশ পেয়েছে । তার সংলাপে বক্রক্তির সাহায্য নিয়ে হাস্য রস সৃষ্টি করা হয়েছে । কোথাও কোথাও যথেষ্ঠ অশ্লীলতাও প্রকাশ পেয়েছে । তবে অশ্লীলতা শব্দ গুলোর ব্যবহারেই আদুরীর সংলাপ এবং আদুরীর চরিত্র খুবই জীবন্ত , নাট্যধর্মী ও আকর্ষণীয় হয়ে উঠেছে । যে সকল চরিত্র সৃষ্টির জন্য দীনবন্ধু খ্যাতি পেয়েছেন , আদুরী তাদেরই একটি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন