নীলদর্পণ নাটকে ক্ষেত্রমনি চরিত্রের গুরুত্ব বিচার করো প্রশ্নোত্তর
প্রশ্ন : " নীলদর্পণ " নাটকে ক্ষেত্রমনি চরিত্রের গুরুত্ব বিচার করো ।
উত্তর:- " নীলদর্পণ " নাটকে গুরুত্ব পূর্ন নারী চরিত্রটি হল ক্ষেত্রমনি । এই চরিত্রটির দ্বারা নাট্যকার তাঁর উদ্দেশ্য মূলক নাটকের কিছু উদ্দেশ্য সিদ্ধ করে নিয়েছেন । চাষী প্রজাদের উপর নীলকর সাহেবদের অত্যাচার কত ভাবে হত তা তুলে ধরবার জন্যই " নীলদর্পণ " নাটক । চাষীর ঘরের যুবতী বৌ ঝিদের প্রতি সাহেবদের লোভ ও আচরণের দৃষ্টান্ত হিসেবে ক্ষেত্রমনীর চরিত্র পরিকল্পনা । সাধুচরণের একমাত্র কন্যা ক্ষেত্রমনি সন্তান সম্ভবা হয়ে পিতৃগৃহে এসে রয়েছে । আমিন তাকে দেখা মাত্র রোগ সাহেব কে উপহার দেবার কথা ভেবেছে । পদীময়রানি ক্ষেত্রমনি কে সাহেবের হয়ে কু প্রস্তাব দিয়েছে । অসম্মত হওয়ায় সাহেবের লেঠেলরা জোড় করে ক্ষেত্রমনিকে রোগ সাহেবের কামরায় নিয়ে গিয়েছে ।
[ ] এই সাহেবের কামরায় ক্ষেত্রমনি যেভাবে নিজের সতীধর্ম রক্ষা করতে চেয়েছেন , যে সংলাপ উচ্চারণ করেছে , যে আচরণ করেছে তাতে নাট্যকারের উদ্দেশ সিদ্ধ তো হয়েছেই চরিত্রটি ও জীবন্ত , নাট্যগুনসম্পর্ন্ন , আকর্ষনীয় হয়ে উঠেছে । গ্রাম্য সংস্কার যুক্ত ক্ষেত্রমনি প্রথমে পদীকে সকাতরে অনুরোধ করেছে বাড়িতে রেখে আসার জন্য। সাহেবকেও অনুরোধ করছে " বাবা " বলে । লম্পট সাহেব ক্ষেত্রমনির সেই আকুল অনুরোধ কে , সতীত্ব রক্ষার ব্যাকুলতা কে গ্রাহ্য না করে তার কাপড় ধরে টেনেছে । তখন মরিয়া হয়ে ক্ষেত্রমনি সাহেব কে গ্রাম্য ভাষায় গালাগালি দিয়েছে , হাতে নখ বিঁধিয়ে দিয়েছে । শুধু এই একটা দৃশ্যেই চরিত্রটি যথেষ্ট নাটকীয় জীবন্ত ও গুরুত্ব পূর্ন হয়ে উঠেছে ।
১৫ নাম্বার উত্তর
উত্তরমুছুনক্ষেত্র মনি স্বামীর নাম কি
উত্তরমুছুন