জাতকের গল্প গুলি কোন কোন গুনে আকর্ষণীয় ? আলোচনা করো প্রশ্নোত্তর
উত্তর:- প্রাচীন সাহিত্যের মধ্যে একমাত্র জাতকের গল্পগুলিকেই উপন্যাসের পূর্বসূচনা বলে লেখক জানিয়েছেন । পঞ্চতন্ত্র এবং ঈশপের গল্পেও বাস্তব জীবন চিত্রের প্রতিফলন লক্ষ্য করা যায় । তবে উপন্যাসের লক্ষণগুলি জাতকের গল্পেই বেশি ফুটে উঠেছে । এ গল্পের স্রষ্টার উচ্চ আদর্শকেই কেবল ফুটিয়ে তোলার চেষ্টা করেননি , সাধারণ নিম্ন শ্রেণীর মানুষের জীবন চিত্রও তুলে ধরেছেন । বৌদ্ধসাধক বা ভিক্ষুদের চরিত্রকে বাস্তব সম্মত করে একেছেন । ভিক্ষুদের লোভ , স্বার্থসিদ্ধির বাসনা , ঈর্ষা , অহংকার, ভন্ডামি এসবকেও বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপিত করা হয়েছে বুদ্ধদেবের নানা ধরনের চরিত্র এমন কি দস্যু ও চোর হিসেবেই তাকে দেখানো হয়েছে । কোনো সংস্কার বশত , তাঁর চরিত্র কে পরিশোধন করে পরিবেশন করা হয়নি । এখানেই গল্পগুলির সজীবতা , আকর্ষণীয়তা , পাঠক বা শ্রোতা চান গল্পের মধ্যে জীবন রসের আস্বাদন করতে । জাতকের গল্পে সেটা কিছুটা হয় বলেই গল্প গুলো আকর্ষণীয় ।
কোন মন্তব্য নেই