ভেবেছিলাম গল্পের লেখকের প্রথম কলকাতায় যাওয়ার অভিজ্ঞতার কথা আলোচনা করো প্রশ্নোত্তর
উত্তর:- মফস্বলে প্রতিকূল আবহাওয়ায় কষ্ট পাওয়া লেখকের মা ও দিদি এমন কি লেখক ও ভালো থাকবেন আশা করে কলকাতায় এলেন । কিন্তু কলকাতা ও তার ভালোলাগার সুখী হবার নিশ্চিন্ত জায়গা হল না । ইঞ্জিনে টানা গাড়ীতে একদিন কলকাতায় এসে নামলেন তারা । বড় বড় বাড়িঘর লোকজন যানবাহন দেখে তাদের তো ঘাবড়ে যাওয়ার কথা । সেই সব পিল পিল মানুষের জামা জুতো মাথা কনুই ইত্যাদির মধ্য থেকে লেখকের হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে চললেন বাবা । তুললেন এক বাসায় । বাসাটা একটা ঘরের । সেখানেই বাবা-মা দি ও লেখককে থাকতে হবে । আত্মীয়-স্বজন এলেও থাকবেন ঐ ঘরেই । ঘর তো একটা নয় আরো আছে আরো ছটা ঘর । কিন্তু কলতলা একটাই । সব ঘরের ভারাটিয়াদেরই কাজ সারতে হয় সেখানেই । আর সে সময় অন্য ভাড়াটিয়ারা তাদের ঘরের দরজা বন্ধ রাখলেই ভালো । বাড়ির মেয়েরা কলতলাতে চান করে সেটা দেখা শোভনীয় নয় । তাই দরওয়াজা খোলা ছিল অশোভন ছিল ।
[ ] কলকাতায় এসেও মায়ের অবস্থার বদল হলো না । এখনও তিনি হাঁড়ি ঠেলার কাজে নিযুক্ত থাকলেন । একটু হাওয়া বদলের জন্য মা আবদার করলে বাবা তাকে কথা দিলেন , পরের রবিবারেই নিয়ে যাবেন থিয়েটার দেখতে । কিন্তু পরের রবিবার আর বাবাকে পাওয়া যায় না । থিয়েটারে যাওয়াও হয় না । এভাবেই খাটতে খাটতে লেখকের মা অসুস্থ হয়ে পড়লেন । আসলে বাবার কারখানার মালিকানা বদল হওয়ায় বাবার কাজ চলে যায় । রোজগার নেই । তাই কলকাতার সুখ তাদের কপালে জুটল না ।
কোন মন্তব্য নেই