Breaking News

লোকশিক্ষা প্রবন্ধ অনুসারে লোকশিক্ষার উপায় গুলি উল্লেখ করো প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক bengali honours লোকশিক্ষা প্রবন্ধ অনুসারে লোকশিক্ষার উপায় গুলি উল্লেখ করো প্রশ্নোত্তর lokshikha probondho anusare lokshikhar upay guli ullekh koro questions answer

উত্তর:- বঙ্কিমচন্দ্রের “ লোকশিক্ষা ” প্রবন্ধ অনুসারে লোকশিক্ষার উপায় গুলি হল সংবাদপত্র পাঠ , সভা-সমিতির বক্তৃতা , কথকতা , লোকগান ইত্যাদি । এ কালে শিক্ষিত লোক যা জানে না তা অশিক্ষিত কে জানালেও লোক শিক্ষা হবে । “ বিদ্যালয়ে পুস্তক পরাইয়া , ব্যাকরণ সাহিত্য , জ্যামিতি শিখাইয়া ” আর যাই হোক লোক লোকশিক্ষাদান সম্ভব নয় । ইউরোপে সংবাদপত্র লোকশিক্ষাদানের একটি প্রধান উপায় । আমাদের দেশের মানুষ বঙ্কিম যুগেও সংবাদপত্রের  পাঠক সংবাদ পত্রের গুরুত্ব বোঝেনি । ইউরোপে প্রচুর সংবাদপত্র মুদ্রিত ও বিক্রয় হয় পাঠক ও প্রচুর । লক্ষ লক্ষ কোটি কোটি সে তুলনায় এদেশের সংবাদপত্রের পাঠক নেই । মানুষ বেশিরভাগই ছিল নিরক্ষর । তাই কথকতাই ছিল এই দেশের লোক শিক্ষার কার্যকরী মাধ্যম । বুদ্ধদেব থেকে শ্রীচৈতন্য এই দীর্ঘ সময়ে কালে লোকশিক্ষা হয়েছে বক্তৃতার দ্বারা । সে বক্তৃতা একালের রাজনীতিকদের বক্তৃতার মতো নিশ্চয়ই ছিল না । তা ছিল কথকতার মতই অন্তরঙ্গ ভাবের বক্তৃতা । বঙ্কিমচন্দ্র এ জন্য বলেছেন একালে শিক্ষিত লোক যা জানে সেটা অশিক্ষিত লোককে জানিয়ে দিলেই লোকশিক্ষা হবে ।

কোন মন্তব্য নেই