লোকশিক্ষা প্রবন্ধ অনুসারে লোকশিক্ষার উপায় গুলি উল্লেখ করো প্রশ্নোত্তর
উত্তর:- বঙ্কিমচন্দ্রের “ লোকশিক্ষা ” প্রবন্ধ অনুসারে লোকশিক্ষার উপায় গুলি হল সংবাদপত্র পাঠ , সভা-সমিতির বক্তৃতা , কথকতা , লোকগান ইত্যাদি । এ কালে শিক্ষিত লোক যা জানে না তা অশিক্ষিত কে জানালেও লোক শিক্ষা হবে । “ বিদ্যালয়ে পুস্তক পরাইয়া , ব্যাকরণ সাহিত্য , জ্যামিতি শিখাইয়া ” আর যাই হোক লোক লোকশিক্ষাদান সম্ভব নয় । ইউরোপে সংবাদপত্র লোকশিক্ষাদানের একটি প্রধান উপায় । আমাদের দেশের মানুষ বঙ্কিম যুগেও সংবাদপত্রের পাঠক সংবাদ পত্রের গুরুত্ব বোঝেনি । ইউরোপে প্রচুর সংবাদপত্র মুদ্রিত ও বিক্রয় হয় পাঠক ও প্রচুর । লক্ষ লক্ষ কোটি কোটি সে তুলনায় এদেশের সংবাদপত্রের পাঠক নেই । মানুষ বেশিরভাগই ছিল নিরক্ষর । তাই কথকতাই ছিল এই দেশের লোক শিক্ষার কার্যকরী মাধ্যম । বুদ্ধদেব থেকে শ্রীচৈতন্য এই দীর্ঘ সময়ে কালে লোকশিক্ষা হয়েছে বক্তৃতার দ্বারা । সে বক্তৃতা একালের রাজনীতিকদের বক্তৃতার মতো নিশ্চয়ই ছিল না । তা ছিল কথকতার মতই অন্তরঙ্গ ভাবের বক্তৃতা । বঙ্কিমচন্দ্র এ জন্য বলেছেন একালে শিক্ষিত লোক যা জানে সেটা অশিক্ষিত লোককে জানিয়ে দিলেই লোকশিক্ষা হবে ।
কোন মন্তব্য নেই