রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

সৎপ্রসঙ্গ প্রবন্ধে লেখক মুসলমানের হিন্দু নির্ভরতার কি কি নমুনা দিয়েছেন ? নিজের ভাষায় আলোচনা করো প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক bengali honours সৎপ্রসঙ্গ প্রবন্ধে লেখক মুসলমানের হিন্দু নির্ভরতার কি কি নমুনা দিয়েছেন নিজের ভাষায় আলোচনা করো প্রশ্নোত্তর sotto prosongo probondho lekhok musolmaner hindu nirvortar ki ki nomuna diyechen nijer vashay alochona koro questions answer

উত্তর:-  “ সৎ প্রসঙ্গ ” প্রবন্ধে লেখক মীর মোশারফ হোসেন মুসলমানের হিন্দু নির্ভরতার অনেকগুলি নমুনা দিয়েছেন । যেমন একটা নিমন্ত্রণপত্র ছাপতে গেলে হিন্দু সাহায্যর সাহায্য নিতে হবে কারণ মুসলমানের কোনো প্রেস তখন ছিল না । মুসলমান মালিকানার একটা পত্রিকা তখন প্রকাশিত হত নাম “ সুধাকর ” তার সহকারী সম্পাদক , হিসাব রক্ষক , লেখক , মুদ্রক , কেরানী  প্রকাশক সকলেই হিন্দু । দু একজন মুসলমান জমিদার থাকেলও তার কার্য্য কারক গণ প্রায় সকলেই হিন্দু । “ কাজেই সমুদায় বঙ্গ রাজ্যের মুসলমান জমিদারী হিন্দুগণই রক্ষা করিতেছেন ।” মামলা মোকদ্দমা হলে হিন্দু উনি , মোক্তার ছাড়া মুসলমান দের গত্যন্তর ছিল না । “ হিন্দু না হলে তোমার আহার চলে না , বিহার চলেন না , ভদ্রতা রক্ষার উপায় না । ” ধোপা , নাপিত , জেলে , তেলি , ব্যাবসাদার সকলেই হিন্দু । এদের ছাড়া মুসলমানের চলে কী করে ? কাজেই এ দেশের মুসলমান অনেক দিক থেকেই যে হিন্দুর উপর নির্ভরশীল তা স্বীকার করতেই হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন