উত্তর:- “ সৎ প্রসঙ্গ ” প্রবন্ধে লেখক মীর মোশারফ হোসেন মুসলমানের হিন্দু নির্ভরতার অনেকগুলি নমুনা দিয়েছেন । যেমন একটা নিমন্ত্রণপত্র ছাপতে গেলে হিন্দু সাহায্যর সাহায্য নিতে হবে কারণ মুসলমানের কোনো প্রেস তখন ছিল না । মুসলমান মালিকানার একটা পত্রিকা তখন প্রকাশিত হত নাম “ সুধাকর ” তার সহকারী সম্পাদক , হিসাব রক্ষক , লেখক , মুদ্রক , কেরানী প্রকাশক সকলেই হিন্দু । দু একজন মুসলমান জমিদার থাকেলও তার কার্য্য কারক গণ প্রায় সকলেই হিন্দু । “ কাজেই সমুদায় বঙ্গ রাজ্যের মুসলমান জমিদারী হিন্দুগণই রক্ষা করিতেছেন ।” মামলা মোকদ্দমা হলে হিন্দু উনি , মোক্তার ছাড়া মুসলমান দের গত্যন্তর ছিল না । “ হিন্দু না হলে তোমার আহার চলে না , বিহার চলেন না , ভদ্রতা রক্ষার উপায় না । ” ধোপা , নাপিত , জেলে , তেলি , ব্যাবসাদার সকলেই হিন্দু । এদের ছাড়া মুসলমানের চলে কী করে ? কাজেই এ দেশের মুসলমান অনেক দিক থেকেই যে হিন্দুর উপর নির্ভরশীল তা স্বীকার করতেই হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন