সৎ প্রসঙ্গ প্রবন্ধের লেখক হিন্দুমুসলমানের বিবাদের কোন কারণ নির্দেশ করেছেন ? সেই কারণ কতদূর সঙ্গত প্রশ্নোত্তর
উত্তর:- “ সৎ প্রসঙ্গ ” প্রবন্ধের লেখক মীর মশারফ হোসেন হিন্দু-মুসলমানের বিবাদের কোনো সঙ্গত কারণ খুঁজে পাননি । তবু বিবাদ হয় এবং সেই বিপদের কথা ফলাও করে আলোচনা করা হয় সর্বত্র । লেখক বিবাদের যে কারণ অনুমান করেছেন তাহলো জাতিগত ঈর্শ্বা । অকারনেই এই দুই জাতি পরস্পরকে হিংসা করে । এক জাতি যদি কলা পাতার একটা দিককে পরিশুদ্ধ জ্ঞান করে তো অন্য জাতি সেই দিকটাকেই ঘৃণা করে । মুসলমানের পবিত্র “আজান” ধ্বনি হিন্দুর কানে বিষ ঢালে , আবার হিন্দু উপাসনার শঙ্খ , ঘন্টা , কাঁসরের ধ্বনি যেন মুসলমানের কর্নে শলাকা বিদ্ধ করে বধির করে তোলে ।
[ ] বিবাদে এই কারণ খুব গুরুতর নয় । এসব হল মতিভ্রম । মহৎ হিন্দু-মুসলমানের দ্বারা এই তুচ্ছ , অসঙ্গত কারণে কখনো বিবাদ ঘটে না । ঈর্স্বা প্রতিযোগিতার মানসিকতা থেকেও জন্মাতে পারে । তবে প্রতিযোগিতা হয় সমকক্ষের মধ্যেই । মুসলমান কখনোই হিন্দুর সমকক্ষ নয় কোন দিক থেকেই । তাই হিন্দুকে ঈশ্বা করাও মুসলমানের পক্ষে অনুচিত এবং অসঙ্গত ।
কোন মন্তব্য নেই