শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

অতিথি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক অতিথি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর bengali honours otithi oti songkhipto questions answer রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর robindronath Tagore golpo gucho questions answer


১। " অতিথি " গল্পটি কোন পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয় ?


উত্তর:- " অতিথি " গল্পটি " সাধনা " পত্রিকার ভাদ্র - কার্তিক সংখ্যায় প্রকাশিত হয় ।


২। " অতিথি " গল্পে কটি পরিচ্ছেদ ? কোন পরিচ্ছেদ টি সবচেয়ে বড়ো ?


উত্তর:- " অতিথি " গল্পের পরিচ্ছেদ মোট ৬ টি । প্রথম পরিচ্ছেদ টি সবচেয়ে বড়ো ।


৩। " অতিথি " গল্পের সূচনা হয় কীভাবে ?


উত্তর:- " অতিথি " গল্পের সূচনা হয় জমিদার মতিলাল বাবুর সঙ্গে গল্পের নায়ক তারাপদর সাক্ষাৎ ও আলাপের ঘটনা দিয়ে ।


৪। মতিলাল বাবুর পরিবারের সঙ্গে আলাপ হবার সময় তারাপদর বয়স কত ছিল ?


উত্তর:- মতিলাল বাবুর সঙ্গে আলাপের সময় তারাপদর বয়স ছিল পনেরো - ষোলো ।


৫। মতিলাল বাবুর  স্ত্রী ও কন্যার নাম কি ? মতিলাল বাবুর তারাপদর প্রতি তাদের মনোভাব কেমন ছিল ?


উত্তর:- মতিলাল বাবুর স্ত্রীর নাম অন্নপূর্ণা , কন্যার নাম চারুলতা । অন্নপূর্ণা তারাপদর প্রতি স্নেহশীল হয়ে ওঠেন । কিন্তু বাবা মা র স্নেহে ভাগ বসাচ্ছে বলে চারু তারাপদর প্রতি ঈশান্ধিত হয়ে ওঠে ।

৬। তারাপদর সঙ্গে প্রথম সাক্ষাতের সময় চারুর বয়স কত ছিল ?


উত্তর:- তারাপদর সঙ্গে প্রথম সাক্ষাতের সময় চারুর বয়স ছিল ৯ বছর মাত্র ।


৭। তারাপদর ভাই বোন কটি ? সে কত নম্বর পুত্র ?


উত্তর:- তারাপদরা পাঁচ ভাই , তিন বোন । সে পুত্র দের মধ্যে চতুর্থ ।


৮। তারাপদ কত বয়সে ঘর ছাড়ে ? কেন ?


উত্তর:- তারাপদ সাত আট বছর বয়সে ঘর ছাড়ে । ঘরের বন্ধন তার ভালোলাগে না সে মুক্তি পিপাসু । তাই ঘর ছেড়ে পথে বেড়িয়ে পড়ে ।


৯। ঘর ছেড়ে তারাপদ কাদের সঙ্গে কীভাবে কাটিয়েছে ?


উত্তর:- ঘর ছেড়ে তারাপদ প্রথমে যাত্রাদলে গান গেয়েছে । তারপর পাঁচালীর দলে গান গেয়েছে । গান ও শিখেছে কিছু । সেখান থেকে পালিয়ে যোগ দেয় জিমন্যাস্টিকের দলে । এই দলে সে বাঁশি বাজাত  । এ খান থেকে পালাবার পথেই মতিলাল বাবুর সঙ্গে আলাপ পরিচয় ।


১০। তারাপদ কোথায় যাবার জন্য মতিলাল বাবুর নৌকায় চেপে ছিল ? সেখানে কী উদ্দেশ্য যেতে চেয়েছিল ?


উত্তর:- তারাপদ নন্দী গ্রামে যেতে চেয়ে মতিলালবাবুর নৌকায় আশ্রয় নেয় । সেখানে যাত্রার দলে যোগ দেবার উদ্দেশ্যই যেতে চেয়েছিল ।

১২। রাতে তারাপদর কী খাওয়ার অভ্যাস ছিল ?


উত্তর:- রাতে তারাপদ যা পেত তাই খেত না পেলে না খেয়ে থাকারও অভ্যাস ছিল ।


১৩। তারাপদ মতিলাল বাবুর দের নৌকায় ক দিন ছিল ? সেই ক দিন তারাপদ কী কী কাজ করেছিল ?


উত্তর:- তারাপদ মতিলাল বাবুর দের নৌকায় দশ দিন কাটায় । সেই ক দিন সে বাজার করা , রান্না করা , নৌকা চালানোর কাজ করে সকল কে সাহায্য করত ।


১৪। তারাপদর মতো ছেলে টাকে কাছে পেয়ে মতিলাল বাবু ও অন্নপূর্ণার মনে কোন বাসনা জাগতে থাকে ? 


উত্তর :- তারাপদ কে কাছে পেয়ে মতিলাল বাবু ও অন্নপূর্ণার মনে পুত্র বাৎসল্য জন্মায় । তাদের পুত্র সন্তান না থাকায় দুঃখ ছিল । সেই দুঃখ ভুলতে চেয়েছিলেন তারাপদকে আশ্রয় করে ।


১৫। তারাপদকে চারু প্রথমে সহ্য করতে পারত না কেন ?


উত্তর:- তারাপদ চারুর স্নেহ ভালোবাসার সম্রাজ্য ভাগ বসাছিল বলে ঈশায় চারু তারাপদকে সহ্য করতে পারত না ।

১৬। তারাপদ নৌকায় চাপার কতদিন পরে মতিলাল বাবুর গ্রামে পৌঁছায় ? গ্রামের নাম কি ?


উত্তর:- নৌকায় চাপার দশ দিন পর মতিলাল বাবুর গ্রামে পৌঁছায় । গ্রামের নাম কাঁঠালিয়া ।


১৭। কাঁঠালিয়া গ্রামে পৌঁছে তারাপদর প্রথম কাজ টি কী হয় ?


উত্তর:- কাঁঠালিয়া গ্রামে পৌঁছে তারাপদর প্রথম কাজ হয় গ্রাম পর্যটন ।


১৮। কাঁঠালিয়া গ্রামে চারুর সমবয়সী সখী কে ? তাঁর সঙ্গে চারুর আঁড়ি হয় কেন ?


উত্তর:- কাঁঠালিয়া গ্রামে চারুর সমবয়সী সখী হল সোনামণি । চারু সোনামনির সঙ্গে তারাপদর পরিচয় করানোর আগেই তারাপদ সম্পর্কে সোনামণি অনেক তথ্য জেনে ফেলেছে এমন কি একটি বাঁশী উপহার পেয়েছে তাই ঈশায় সে সোনামনির সঙ্গে আঁড়ি দিয়েছে ।


১৯। তারাপদ কে ইংরেজী শেখাবার জন্য মতিলাল বাবু কাকে নিয়োগ করেন ?


উত্তর:- তারাপদ কে ইংরেজী শেখাবার জন্য মতিলাল বাবু গ্রামের ইন্ট্রেশ স্কুলের হেডমাস্টার রামরতনবাবু কে নিয়োগ করেন । তিনি প্রতিদিন সন্ধ্যা বেলা তাঁকে ইংরেজী শেখাতে আসতেন ।


২০। মতিলাল বাবুর বাড়িতে কতদিন কাটবার পর তারাপদর সঙ্গে চারুর বিবাহের কথা ভাবা হয় ?


উত্তর:- মতিলাল বাবুর বাড়িতে তারাপদর দুই বছর কাটবার পর চারুর সঙ্গে তাঁর বিবাহের কথা ভাবা হয় ।

২১। তারাপদর বিবাহের দিনস্থির হয় কোন মাসে ? কেন ?


উত্তর:- বিবাহের দিন স্থির হয় শ্রাবণ মাসে । কারণ এই মাস থেকে নদীতে জল থাকে । জিনিস পত্র আনা , আত্মীয় স্বজন আনাগোনার জন্য নদী পথই বড়ো মানুষদের অবলম্বন তাই ।


২২। তারাপদ কোথায় রথের মেলা খবর জানতে পারে ? কীভাবে ?


উত্তর:- তারাপদ নদীর ধারে গিয়ে মেলার জিনিস পত্র নৌকা বোঝায় হয়ে নদী পথে যেতে দেখে এবং মানুষের কথা শুনে জানতে পারে " কুড়ুল কাটায় " নাগ বাবু দের এলাকায় রথের মেলা বসবে ।


২৩। তারাপদর বিবাহ উপলক্ষে তার বাড়ি থেকে কে  কে কাঁঠালিয়ায় আসে ?


উত্তর:- তারাপদর মাতা ও ভ্রাতারা আসে , নৌকা যোগে ।

২টি মন্তব্য: