শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

ল্যাবরেটরি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক ল্যাবরেটরি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Bengali honours laboratory oti songkhipto questions answer রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর robindronath Tagore golpo gucho questions answer


১। " ল্যাবরেটরি " গল্পটি কোন পত্রিকার কোন সংখ্যায় প্রথম প্রকাশিত হয় ?


উত্তর:- " ল্যাবরেটরি " গল্পটি আনন্দবাজার পত্রিকার শারদীয়া ১৩৪৭ সংখ্যায় প্রথম প্রকাশিত হয় ।


২। " ল্যাবরেটরি " গল্পটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থে সংকলিত হয় ? গ্রন্থ টি কত সালে প্রকাশিত হয় ?


উত্তর:- " ল্যাবরেটরি " গল্পটি " তিন সঙ্গী " গল্প সংকলনে সংকলিত হয় । প্রকাশিত হয় ১৩৪৭ বঙ্গাব্দে পৌষ মাসে ।


৩। নন্দকিশোর কোন বিশ্ববিদ্যালয়ের কোন ডিগ্রী নিয়ে কোন কাজে ব্রতী হন ?


উত্তর:- নন্দকিশোর লন্ডন ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ার ডিগ্রী নিয়ে রেলওয়ে ব্রিজ নির্মাণের কাজে ব্রতী হন ।


৪। নন্দকিশোরের থাকবার জায়গা কোথায় ছিল ?


উত্তর:- নন্দকিশোর শিকদার পাড়া লেণের একটি দেড়তলা বাড়িতে থাকতেন ।


৫। বিলাসী না হলেও নন্দকিশোর মস্ত বাড়ী বানিয়েছিলেন কেন ?


উত্তর:- বিজ্ঞান গবেষণায় আগ্রহী নন্দকিশোর বৈজ্ঞানিক জোগাড় বিজ্ঞানের বড়ো বড়ো বিদেশী যন্ত্রপাতি রাখা এবং গবেষণার জন্য মস্ত বাড়ী বানিয়েছিলেন ।

৬। নন্দকিশোর পাঞ্জাবে কেন ছিলেন ? সেখানে কাকে তিনি দেনার দায় থেকে উদ্ধার করেন ?


উত্তর:- নন্দকিশোর পাঞ্জাবে ছিলেন ব্যাবসার তাগিদে । সেখানে তিনি সোহিনী নামে একটি ব্যাক্তিত্বময়ী মেয়ের আইমাকে সাত হাজার টাকা দিয়ে দেনার দায় থেকে উদ্ধার করেন ।


৭। নন্দকিশোর কখন কীভাবে মারা যান ?


উত্তর:- নন্দকিশোর পৌঢ বয়সে একটা দুঃসাহসিক বৈজ্ঞানিক পরীক্ষার সময় দূর্ঘটনায় মারা যান ।


৮। স্বামীর মৃত্যুর পর সোহিনী ব্যাবসা বন্ধ করে দেয় কেন ?


উত্তর:- স্বামীর মৃত্যুর পর ব্যাবসার মধু চাটতে অনেক হিতাকাঙ্খী বিধবার ঘনিষ্ঠ হতে চায় । তাদের লোভ লালসার ধরন ধারণ বুঝতে পেরেই সোহিনী ব্যাবসা বন্ধ করে দেয় ।


৯। নন্দকিশোর ও সোহিনীর কটি সন্তান ? তার বিবাহ কীভাবে হয় ?


উত্তর:- নন্দকিশোর ও সোহিনীর একটাই কন্যা সন্তান ছিল , নিলিমা বা নীলা । তার সৌন্দর্যে ও সম্পদে আকৃষ্ট হয়ে বহু যুবক তার আশেপাশে ঘুর ঘুর করতে থাকে । তাদেরই মধ্যে এক মারোয়ারির সঙ্গে নীলার বিবাহ হয় ।


১০। নীলার স্বামী কীভাবে মারা যায় ?


উত্তর:- বিবাহের অল্পদিন পরেই টাইফয়েডে নীলার স্বামীর মৃত্যু ঘটে ।

১১। বিধবা নীলার পুর্ণবিবাহ দেবার জন্য সোহিনী কোন ছেলেটি পছন্দ করে ? তাকে পছন্দ করার কারণ কি ?


উত্তর:- রুপ যৌবন এবং সম্পদ নিয়ে বিধবা হবার কারণে অনেক লোভিকেই মেয়ের পাশে ঘুর ঘুর করতে দেখে সোহিনী পছন্দের পাত্রের সঙ্গে নীলার বিবাহ দিতে চায় । সোহিনী রেবতী ভট্টাচার্য কে পাত্র হিসেবে পছন্দ করে । কারণ সে ইতিমধ্যেই বিজ্ঞানে ডক্টর উপাধি পেয়েছে । তার লেখা প্রবন্ধ বিদেশেও গুরুত্ব পেয়েছে ।


১২। নন্দকিশোরের পদবি কি ? তার স্ত্রীর নাম কি ?


উত্তর:- নন্দকিশোরের পদবী মল্লিক । স্ত্রীর নাম সোহিনী ।


১৩। নন্দকিশোর কীসে কীসে নেশা নেশা ছিল ?


উত্তর:- নন্দকিশোরের দুটি নেশা ছিল বার্মা চুরুটে , আর ল্যাবরেটরিতে  ।


১৪। সোহিনী নীলাকে বোটানিকালে গিয়েছিল কেন ? কোন যানবাহনে গিয়েছিল ?


উত্তর:- সোহিনী নীলাকে নিয়ে সেজে গুজে বোটানিকালে গিয়েছিল রেবতীর সঙ্গে সাক্ষাৎ করতে ।


১৫। " অনুরোধ করে খাওয়ানো আমার স্বামীর আইনে বারণ ।" বক্তা কে ? তার স্বামীর নাম কি ? উক্তিটির অর্থ কী ?


উত্তর:- " অনুরোধ করে খাওয়ানো ..." উক্তির বক্তা সোহিনী । তার স্বামীর নাম নন্দকিশোর । আসলে তিনি অনুরোধ করে বা চাপ দিয়ে কাউকে খাওয়ানোর পক্ষপাতী ছিলেন না ।

১৬। সোহিনী স্বামীর কাছ থেকে কোন জেদ পেয়েছিলেন ?


উত্তর:- স্বামী নন্দকিশোরের জেদ ছিল এমন ল্যাবরেটরি বানাতে এশিয়ার মধ্যে যার দোসর মিলবে না । এই জেদটাই সোহিনী কে পেয়ে বসেছিল ।


১৭। সোহিনী যেকোনো উপায়ে স্বামীর ল্যাবরেটরিকে রেবতী ভট্টাচার্যের হাতেই তুলে দিতে চায় কেন ?


উত্তর:- রেবতীর বিজ্ঞান নিয়ে গবেষণা করার যোগ্যতা আছে তার হাতে ল্যাবরেটরি গেলে ভালো কাজে লাগবে আবার মেয়ে নীলারও সদগতি হতে পারবে । 


১৮। নীলা রেবতী কে কার সঙ্গে তুলনা করে মস্করা করত ?


উত্তর:- নীলা রেবতী কে সার আইজ্যাক নিউটনের সঙ্গে তুলনা করে মস্করা করত ।


১৯। নীলা কার সঙ্গে বিয়ে করতে চেয়েছে ? কেন ?


উত্তর:- নীলা মতিগড়ের রাজকুমার কে বিয়ে করতে চেয়েছে । তার তিনটে বিয়ে । তাই নীলার দায় হালকা হবে । তা ছাড়া সে নাইট ক্লাবে মদ খেয়ে ঢলাঢলি করে । তাই নীলার ছুটিও জুটবে অনেকটা তাই ।


৩টি মন্তব্য: