মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

জলসাঘর গল্পের রাজবংশের সামন্ততান্ত্রিক কিছু নমুনা উল্লেখ করো প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক জলসাঘর গল্পের রাজবংশের সামন্ততান্ত্রিক কিছু নমুনা উল্লেখ করো প্রশ্নোত্তর Bengali honours jalsaghar golper rajbongsher samontotantrik kichu nomuna ullekh koro questions answer

প্রশ্ন: " জলসাঘর " গল্পের রাজবংশের সামন্ততান্ত্রিক কিছু নমুনা উল্লেখ করো 

উত্তর:- " জলসাঘর " গল্পের প্রধান বিষয় হলো একটা সামন্ততান্ত্রিক জমিদার পরিবারের পতনের চিত্র । জমিদার বাড়ির ধ্বংসসম্মুখ অবস্থার মধ্যেও সামন্ততান্ত্রিক ঐতিহ্যের কিছু নমুনা গল্পে দেখানো হয়েছে । পলেস্তারা খসে পড়া বিরাট অট্টালিকা তো আছেই , আছে বৃদ্ধ ঘোড়া তুফান , আছে বৃদ্ধ হস্তিনী মতি । বিশ্বম্ভর বাবুর মায়ের বিয়েতে এই হস্তিনী যৌতুক পান । বিশ্বম্ভবের পিতা হাতিটিকে বলতেন " ছোটগিন্নি " ।  বিশ্বম্ভর বলতেন " মালক্ষ্মী ।"



[       ] বিরাট বাড়িটার নানা দিকে বহু ঘর ফরসাঘর ,  বাতিঘর , অতিথিদের ঘর , পওনিদারদের থাকার ঘর । ছিল কত বিছানা , ফরাস , ঝাড় লন্ঠন আরো কতকি। দেওয়ালে টাঙানো বড় বড় তৈলচিত্রের প্রমাণ এখনো ঝুলছে । আছে জলসাঘর সেখানে রায় বংশের কর্তারা নাচ , গান , উপভোগ করতেন । রায় বংশেরই এক পুরুষ মোহর বখশিশ দিয়েছিলেন । বিশ্বম্ভর লখনৌ এর বাইজিদের গাওনা করিয়েছেন এই জলসা ঘরেই , যা বড়ো লোক মহিম গাঙ্গুলীর ও নেই । বাইজিদের মোহর বখশিশ দিয়েছেন সামন্তন্ত্রিক ঐতিহ্য মেনেই ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন