প্রশ্ন: " জলসাঘর " গল্পের রাজবংশের সামন্ততান্ত্রিক কিছু নমুনা উল্লেখ করো
উত্তর:- " জলসাঘর " গল্পের প্রধান বিষয় হলো একটা সামন্ততান্ত্রিক জমিদার পরিবারের পতনের চিত্র । জমিদার বাড়ির ধ্বংসসম্মুখ অবস্থার মধ্যেও সামন্ততান্ত্রিক ঐতিহ্যের কিছু নমুনা গল্পে দেখানো হয়েছে । পলেস্তারা খসে পড়া বিরাট অট্টালিকা তো আছেই , আছে বৃদ্ধ ঘোড়া তুফান , আছে বৃদ্ধ হস্তিনী মতি । বিশ্বম্ভর বাবুর মায়ের বিয়েতে এই হস্তিনী যৌতুক পান । বিশ্বম্ভবের পিতা হাতিটিকে বলতেন " ছোটগিন্নি " । বিশ্বম্ভর বলতেন " মালক্ষ্মী ।"
[ ] বিরাট বাড়িটার নানা দিকে বহু ঘর ফরসাঘর , বাতিঘর , অতিথিদের ঘর , পওনিদারদের থাকার ঘর । ছিল কত বিছানা , ফরাস , ঝাড় লন্ঠন আরো কতকি। দেওয়ালে টাঙানো বড় বড় তৈলচিত্রের প্রমাণ এখনো ঝুলছে । আছে জলসাঘর সেখানে রায় বংশের কর্তারা নাচ , গান , উপভোগ করতেন । রায় বংশেরই এক পুরুষ মোহর বখশিশ দিয়েছিলেন । বিশ্বম্ভর লখনৌ এর বাইজিদের গাওনা করিয়েছেন এই জলসা ঘরেই , যা বড়ো লোক মহিম গাঙ্গুলীর ও নেই । বাইজিদের মোহর বখশিশ দিয়েছেন সামন্তন্ত্রিক ঐতিহ্য মেনেই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন