সেই রাত্রি হইতে ভিখুর আদিম , অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হইল কোন রাত্রির কথা বলা হয়েছে আদিম অসভ্য বলতে কী বোঝানো হয়েছে প্রশ্নোত্তর
প্রশ্ন: " সেই রাত্রি হইতে ভিখুর আদিম , অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হইল ।" কোন রাত্রির কথা বলা হয়েছে ? আদিম অসভ্য বলতে কী বোঝানো হয়েছে ?
উত্তর:- " সেই রাত্রি হইতে ভিখুর আদিম , অসভ্য জীবনের " এখানে সেই রাত্রি বলতে যে রাত্রে অকৃতজ্ঞ ভিখু তাকে বেঁচে উঠতে সাহায্য করা পেহলাদের ঘরে আগুন দিয়ে পালিয়ে ছিল , সেই রাত্রের কথা বলা হয়েছে ।
[ ] ভিখুর জীবন যাপনটাই ছিল আদিম এবং অসভ্য । পেটের আর দেহের খিদে মেটানো ছাড়া তার বাঁচার আর কোনো মানে ছিল না । পশুদের বাঁচার সঙ্গে তার বাঁচার কোনো পার্থক্য ছিল না । দয়া , মায়া , মানুষত্ব , কৃতজ্ঞতা , বিবেচনা এসবের ছিটে ফোটাও তার চরিত্রে ছিল না । পেটের খিদে মেটাবার রসদ জোগাড় করতে সে ডাকাতির পথ বেছে নেয় । মানুষ খুণ করতে তার হাত কাঁপে না । বরং , স্ত্রীর সামনে স্বামীকে খুন করার সময় স্ত্রীর আতঙ্কের ছাপ দেখে আর চিৎকার শুনে তার তৃপ্তি হয় । ডান হাতটা নষ্ট হয়ে যাওয়ায় তার ডাকাতি বন্ধ হয়ে গেল । তাই পেট ভরাবার রসদ পেতে এবার সে ভিক্ষাবৃত্তি শুরু করলো । কিন্তু তার মানসিকতার এতটুকুন পরিবর্তন হলো না । আগের পর্যায়ে দেহের সুখের জন্য সে নেশা করে বসির ঘরে যেত । দ্বিতীয় পর্যায়ে বসির বিকল্প হিসেবে পাঁচি কে রাখতে সে নেশা করে বসির মিয়া কে খুন করে ফেললো । সমাজের কোনো শিক্ষা , কোনো সভ্যতা ভব্যতার সে ধার ধারে না । কোন পাপ পুণ্য অপরাধ কোনো নীতি দুর্নীতির বোধ ভিখুর মধ্যে জন্মাতেই পারেনি । এই জন্য তার জীবন যাপন আদিম , পশুদের মত অসভ্য ।
কোন মন্তব্য নেই