পুঁইমাচা গল্পের সমকালের কোন সমাজ চিত্র ফুটে উঠেছে আলোচনা করো প্রশ্নোত্তর
প্রশ্ন: " পুঁইমাচা " গল্পের সমকালের কোন সমাজ চিত্র ফুটে উঠেছে ? আলোচনা করো ।
উত্তর:- বিভূতিভূষণের " পুঁইমাচা " গল্পে সমকালীন সমাজের কিছু চিত্র ফুটে উঠেছে । তখনকার সমাজে এগারো বারো বছর বয়সেই মেয়ের বিয়ে দিতে হতো । বিয়েতে পণ দেবের প্রথাও ছিল । দারিদ্র দারিদ্র্য বশত, কিংবা পছন্দের পাত্র না জোটায় সময় মত মেয়ের বিয়ে না দিলে সমাজ তাকে ক্ষমা করতে না । একঘরে করত । সেই একঘরে হবার ভয়েই দরিদ্র অভিভাবকেরা মেয়ের বয়স যথাসম্ভব কমিয়ে বলতো । তাতেও বাঁচার উপায় না থাকলে অপাত্রে কন্যা উৎসর্গ করতে দ্বিধা করত না কন্যার পিতা মাতা । পুঁইমাচা গল্পে ক্ষেন্তির বয়স পনেরো হলেও তার অভিভাবকেরা বারো তেরো বলে প্রচার করে । শেষ পর্যন্ত সমাজচ্যুত হবার ভয়েই দ্বিতীয় পক্ষের বুড়ো বরের সঙ্গে ক্ষেন্ত্রীর বিয়ে ঠিক হয় । পাত্রের বয়স এতটাই বেশি যে তার সামনে বের হতে অন্নপূর্ণার সংকোচ হয়েছে । এই বিয়েও সুখের হয়নি । পণের আড়াইশো টাকা বাকি ছিল বলে শ্বশুর ঘরে ক্ষেন্তি যত্ন ও মর্যাদা পায়নি । নানান অপবাদ মাথায় নিয়ে , বসন্তে আক্রান্ত হয়ে বছর না ঘুরতেই মারা গিয়েছে ।
[ ] গল্পে আরো কিছু সমাজ চিত্র ফুটে উঠেছে , তখনকার ব্রাহ্মণেরা দারিদ্র সত্ত্বেও কোনো উপাজনমূলক কাজ করতো না । কিন্তু পেটের দায়ে উচ্চবিত্ত করত । পরের জিনিস না বলে গ্রহণ করত । গল্পের সহায় হরি তাই করেছে । আর কিছু না থাকলেও বংশ গৌরব নিয়ে বড়াই করবার মানসিকতা ছিল ।
কোন মন্তব্য নেই