পুঁইমাচা গল্পের অন্নপূর্ণার চরিত্রটি কতটা সার্থক হয়েছে আলোচনা করো প্রশ্নোত্তর
উত্তর:- " পুঁইমাচা " গল্পের প্রধান নারী চরিত্র টি অন্নপূর্ণা । ক্ষুদ্র পরিসরেই সে একটি পূর্ণাঙ্গ নারী চরিত্র রূপে ফুটে উঠেছে । তিন কন্যার জননী ,এই অন্নপূর্ণা দরিদ্র ব্রাহ্মণ পরিবারের বধূ । গৃহকর্ত্রী ব্যক্তিত্ব যেমন তার মধ্যে ফুটে উঠেছে , তেমনি ফুটে উঠেছে , তেমনি ফুটে উঠেছে স্নেহ বাৎসল্য, ন্যায় ধর্ম , কর্তব্যবোধ এবং কর্মতৎপরতা । অকর্মন্য স্বামীর উচ্ছবৃত্তি এবং সব ব্যাপারে উদাসীনের জন্য সে বিরক্তি প্রকাশ করেছে , মেয়ের বিয়ের উদ্যোগ করতে তাগাদা দিয়েছে । পড়ের জমির ফেলে দেওয়া পুঁইশাক নিয়ে আসায় মেয়েকে বকেছে , পুঁইশাক ফেলা করিয়েছে । আবার গোপনে কুড়িয়ে এনে রান্না করে মেয়েকে স্নেহে খেতেও দিয়েছে । পরের জিনিস চুরি করে আনলে অন্নপূর্ণা রাগ করেছে । বলেছে " আমার জোটে খাব , না জোটে খাব না , তা বলে পরের জিনিসের হাত ?"
[ ] সাধ্যমত মেয়েদের স্নেহ যত্ন করে , ভালো খাবার তৈরি করে খাওয়াত অন্নপূর্ণা । ভোজন রসিক বড় মেয়েকে বেশি বেশি দিত । মনে মনে ভাবত " ক্ষেন্তী আমার যার ঘরে যাবে , তাদের অনেক সুখ দেবে ।" কিন্তু আশা পূরণ হয়নি । ক্ষেন্তির বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়েছে , আর সে ফিরে আসেনি বসন্তে বিনা চিকিৎসায় মারা গেছে । এখন খাবার তৈরি করে অন্য দুই মেয়েকে দিয়ে অন্নপূর্ণা বড়ো মেয়ের কথা ভেবে স্বভাবতই কাতর হয় । দরিদ্র পরিবারের স্নেহ বাৎসল্য জননী চরিত্র হিসেবে অন্নপূর্ণা খুবই সার্থক চরিত্র হয়েছে ।
কোন মন্তব্য নেই