স্ত্রীর পত্র গল্পের মৃণালের শৈশব কোন পরিবেশে অতিবাহিত হয়েছে বলো প্রশ্নোত্তর
প্রশ্ন: " স্ত্রীর পত্র " গল্পের মৃণালের শৈশব কোন পরিবেশে অতিবাহিত হয়েছে বলো।
উত্তর:- " স্ত্রীরপত্র " গল্পের নায়িকা মৃণাল পাড়াগাঁর মেয়ে । কলকাতা থেকে অনেক দূরে এক দূর্গম পাড়াগাঁয়ে মৃণালের শৈশব অতিবাহিত হয় । সেখানে দিনের বেলা শেয়াল ডাকে । রাস্তা ঘাটের অবস্থা ছিল খুবই খারাপ । ভদ্র লোকেদের গ্রামে আসাটা ছিল খুবই বিরম্বনার । স্টেশন থেকে সাত ক্রোশ পর্যন্ত সেকরা গাড়ী চলার মতো রাস্তা ছিল তার পর আরো তিন মাইল কাঁচা রাস্তা পার হয়ে তবে মৃণালের গ্রাম । শহুরে সংস্কৃতির আলোক সেগাঁয়ে পৌঁছায় নি । সে ছিল গেঁয়ো সংস্কৃতি । সেই গ্রাম্য পরিবেশেই আর পাঁচটা ছেলে মেয়ে আর গ্রাম্য অসুখ বিসুখের সঙ্গে বড়ো হয়ে ওঠে মৃণাল । ভাইবোন এক সঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ে ভাইটি মারা গেলেও মৃণাল বেঁচে ওঠে ।
[ ] শেয়াল ডাকা বন জঙ্গলে ঘেরা অজ পাড়াগাঁর মেয়ে হলেও মৃণালের রুপ ছিল । সেই রূপের জোরেই শহরের অভিজাত পরিবারের বধূ হবার সুযোগ পায় মৃণাল । তবে পাড়াগাঁর পরিবেশেও তার মধ্যে যে স্বাতন্ত্র্য বোধ এবং মর্যাদা বোধ জেগে উঠেছিল তা অভিজাত রক্ষণশীল পরিবারে তাকে তৃপ্তির দেয়নি ।
কোন মন্তব্য নেই