বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

লক্ষেশ্বরের ছেলের নাম কি তার মন টা কেমন তার সঙ্গে তার বাবার সম্পর্ক কেমণ আলোচনা করো প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক লক্ষেশ্বরের ছেলের নাম কি তার মন টা কেমন তার সঙ্গে তার বাবার সম্পর্ক কেমণ আলোচনা করো প্রশ্নোত্তর Bengali honours lokhnesworer cheler nam ki tar monta kemon tar songe tar babar somporke Kemon alochona koro questions answer

প্রশ্ন : লক্ষেশ্বরের ছেলের নাম কি ? তার মন টা কেমন ? তার সঙ্গে তার বাবার সম্পর্ক কেমণ ? আলোচনা করো ।

উত্তর:- লক্ষেশ্বরের ছেলের নাম ধনপতি । তার মনটাও আর পাঁচটা বালকের মতোই আনন্দ প্রিয় । ছুটি পেলে সেও বেতসিনির তীরে অন্যান্য বালকদের সঙ্গে আমোদ করতে যেত । লক্ষেশ্বরের সঙ্গে তার ছেলের সম্পর্ক ভালো নয় । বিত্র প্রিয় , কঞ্জুস , সন্ধে প্রবন লক্ষেশ্বর নিজের ছেলেকেও সন্দেহ করে । তাই ছেলে কে বাইরে ঘুরতে দেখে তার মনে হয় তার পুঁতে রাখা টাকারই সন্ধান করছে ছেলেটা । তাই প্রশ্ন করে " তোর মতলবটা কী বল দেখি " ধনপতি সত্যি কথায় বলে । শরতের সুন্দর দিনটাকে ছেলেরা সবাই বেতসিনীর তীরে আমোদ করতে গিয়েছে । তাকে ছুটি দিলে সেও যাবে । কিন্তু এই স্বাভাবিক কথাটাতেও বাবার মনে সন্দেহ জাগে ছেলেটা নিশ্চয় তার পুঁতে রাখা ধনের সন্ধান করতে বেতসিনীর তীরে যেতে চায় । তাই কঠোর ভাবে নিষেধ করে সেখানে যেতে । নামতা মুখস্ত করতে ঘরে পাঠায় । ধনিপতি দিনটাকে বেশ " সুন্দর " বলে বাবাকে নরম করতে চাইলে বাবা রেগে যায়  । বলে " ভারি বিশ্রী দিন " । লক্ষেশ্বরের কাছে বিশ্রী দিনই বটে । ছেলেদের গানের গুঁতোয় তার হিসেব গুলিয়ে গিয়েছে । রোদের দিকে তাকালে আরও মাথা খারাপ করে দেয় । কাজে মন বসে না । লক্ষেশ্বরের কাছে সেই সব দিনই ভালো যেদিন পর্যাপ্ত উপার্জন হয় । অর্থ পিশাচ মানুষ মনের আনন্দের মূল্য বোঝে না । তাই ধনপতি শিশু মনের ভালো লাগা মন্দ লাগাও সে বোঝে না । আর পাঁচটা ছেলের সঙ্গে আনন্দ করতে বাইরে পাঠাতে পারে না । এ ক্ষেত্রে বাবার প্রতিও যে ছেলের শোদ্ধার ভাব তেমন থাকে না তা বলেই বাহুল্য ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন