প্রশ্ন : লক্ষেশ্বরের ছেলের নাম কি ? তার মন টা কেমন ? তার সঙ্গে তার বাবার সম্পর্ক কেমণ ? আলোচনা করো ।
উত্তর:- লক্ষেশ্বরের ছেলের নাম ধনপতি । তার মনটাও আর পাঁচটা বালকের মতোই আনন্দ প্রিয় । ছুটি পেলে সেও বেতসিনির তীরে অন্যান্য বালকদের সঙ্গে আমোদ করতে যেত । লক্ষেশ্বরের সঙ্গে তার ছেলের সম্পর্ক ভালো নয় । বিত্র প্রিয় , কঞ্জুস , সন্ধে প্রবন লক্ষেশ্বর নিজের ছেলেকেও সন্দেহ করে । তাই ছেলে কে বাইরে ঘুরতে দেখে তার মনে হয় তার পুঁতে রাখা টাকারই সন্ধান করছে ছেলেটা । তাই প্রশ্ন করে " তোর মতলবটা কী বল দেখি " ধনপতি সত্যি কথায় বলে । শরতের সুন্দর দিনটাকে ছেলেরা সবাই বেতসিনীর তীরে আমোদ করতে গিয়েছে । তাকে ছুটি দিলে সেও যাবে । কিন্তু এই স্বাভাবিক কথাটাতেও বাবার মনে সন্দেহ জাগে ছেলেটা নিশ্চয় তার পুঁতে রাখা ধনের সন্ধান করতে বেতসিনীর তীরে যেতে চায় । তাই কঠোর ভাবে নিষেধ করে সেখানে যেতে । নামতা মুখস্ত করতে ঘরে পাঠায় । ধনিপতি দিনটাকে বেশ " সুন্দর " বলে বাবাকে নরম করতে চাইলে বাবা রেগে যায় । বলে " ভারি বিশ্রী দিন " । লক্ষেশ্বরের কাছে বিশ্রী দিনই বটে । ছেলেদের গানের গুঁতোয় তার হিসেব গুলিয়ে গিয়েছে । রোদের দিকে তাকালে আরও মাথা খারাপ করে দেয় । কাজে মন বসে না । লক্ষেশ্বরের কাছে সেই সব দিনই ভালো যেদিন পর্যাপ্ত উপার্জন হয় । অর্থ পিশাচ মানুষ মনের আনন্দের মূল্য বোঝে না । তাই ধনপতি শিশু মনের ভালো লাগা মন্দ লাগাও সে বোঝে না । আর পাঁচটা ছেলের সঙ্গে আনন্দ করতে বাইরে পাঠাতে পারে না । এ ক্ষেত্রে বাবার প্রতিও যে ছেলের শোদ্ধার ভাব তেমন থাকে না তা বলেই বাহুল্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন