উত্তর:- ব্রত হলো দেবতার কাছে সমবেতভাবে কামনা-বাসনা নিবেদন করবার প্রকাশ্য অনুষ্ঠান ।
প্রথমত ব্রত দুই প্রকার শাস্ত্রীয় ব্রত এবং মেয়েলি ব্রত । এই মেয়েলি ব্রত আবার দুপ্রকার (১) নারী ব্রত (২) কুমারী ব্রত । পাঁচ ছয় থেকে আট নয় বছরের অবিবাহিত মেয়েদের ব্রত হল কুমারী ব্রত । আর সব বয়সের বিবাহিত মেয়েদের ব্রত হল নারী ব্রত ।
[ ] কুমারী ব্রত গুলিই বেশিচর্চিত হত এবং এগুলিই অনেকখানি খাঁটি অবস্থায় পাওয়া যায় । এসব ব্রত উদযাপনের জন্য একটা প্রক্রিয়া ছিল । প্রথমে আহরণ । যে ব্রত উদযাপিত হবে তার জন্য আবশ্যক বস্তু বা উপকরণ গুলি সংগ্রহ করে আনাই হল আহরণ । এরপর হবে আচরণ । অর্থাৎ প্রস্তুতি । পুকুরঘাট , জল ভর্তি করা , গাছের ডাল পোতা , আলপনা দেওয়া , মালা গাঁথা , গাছের ডালে মালা জড়ানো ইত্যাদি কাজ । তারপর অনুষ্ঠান অর্থাৎ ডালে বা পুকুরের জলে বা আলপনায় ফুল ধরে ছড়া বলে মনের কামনা জানানো । কামনা জানানো শেষ হলেই ব্রত শেষ হতে পারে । তবে কখনো কখনো এর পর ব্রত কথা বলা শোনা হয় , যার মধ্যে দিয়ে ব্রতের মাহাত্ম্য প্রতিষ্ঠা হয় , ব্রতের প্রতি আগ্রহও জাগানো হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন