বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

নবাবের আমলে দু হাতে বিলেতি কথা আত্মসাৎ করে বাংলা ভাষা তার দেহ পুষ্ট করেছে । নবাবী আমলে কোন কোন ভাষার শব্দ বাংলা ভাষায় গৃহীত হয় ? “ আমাদের ভাষা সংকট ” প্রবন্ধনুসারে উত্তর দাও

 

বাংলা অনার্স সাম্মানিক bengali honours  নবাবের আমলে দুহাতে বিলেতি কথা আত্মসাৎ করে বাংলা ভাষা তার দেহ পুষ্ট করেছে নবাবী আমলে কোন কোন ভাষার শব্দ বাংলা ভাষায় গৃহীত হয় আমাদের ভাষা সংকট প্রবন্ধনুসারে উত্তর দাও প্রশ্নোত্তর nobaber amole duhate bileti kotha atmasatto kore bangla vasha tar deho pushto koreche nobabi amole kon kon vashar shobdo bangla vashay grihito hoi amader vasha songkot probondho anusare

উত্তর:- নবাবী আমলে বাংলাদেশে বেশ কয়েকটি বিদেশি জাতি বসবাস করত তাহল ফিরিঙ্গি , ফরাসি , আলেমান , ওলন্দাজ , দিনেমার ইংরেজ প্রভৃতি । এরা সকলেই কলকাতা ও হুগলী জেলাতে ঘাঁটি করে । এদের ব্যবহৃত ভাষা থেকে বহু শব্দ বাংলা ভাষায় গৃহীত হয় অর্থাৎ পর্তুগিজ , ফ্রেঞ্চ ,জার্মান , ডাচ , ইংরেজি প্রভৃতি ভাষার শব্দ বাংলায় আছে এবং বাংলা ভাষাকে পুষ্ট করে । এসময় বাংলা ভাষায় আগত শব্দ গুলি ছিল সাধারনত বিশেষ্য বিশেষণ । Romance ভাষা বংশোদ্ভুত শব্দ বাঙালীর ভাষায় প্রচুর এসেছে । বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকার বাংলা অঙ্গীভূত শব্দের দশ পাতা জুড়ে তালিকা দেওয়া হয়েছিল । ফরাসি ভাষার শব্দও বাংলায় কম নেই । জার্মানি ভাষা বংশের শব্দও আছে বাংলা ভাষায় । হরতন , রুইতন , প্রভৃতি ওলন্দাজ শব্দও কিছু এসেছে ।


[     ] শুধু ইউরোপীয় শব্দই নয়  , আরবি , ফরাসি শব্দও প্রচুর এসেছে বাংলা ভাষায় । “ কৃষি সংক্রান্ত প্রায় সকল কথায় হয় ফরাসি নয় আরবি । আর জমিদারী সংক্রান্ত সকল কথায় ঐ আরবি-ফারসির দান ।” আইন-আদালত সংক্রান্ত শব্দগুলিও অধিকাংশই আরবি ফরাসি থেকে গৃহীত হয়েছে । তার সমস্ত ক্ষেত্রেই অসংখ্য ইংরেজি শব্দ যে আজও এসেই চলেছে তা বলাই বাহুল্য ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন