মঙ্গলবার, ১ জুন, ২০২১

গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না প্রশ্নোত্তর

 

গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না প্রশ্নোত্তর বাংলা অনার্স bengali honours shakto podaboli giri abar uma ale aar uma pathabo na kobi ke tartaporjo porjay


প্রশ্ন :" গিরি , এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না ..।" কবি ? পর্যায় ? তাৎপর্য ?


উত্তর:- রামপ্রসাদ সেন । 

[    ] আগমনী ।


[    ] বৎসরান্তে গিরিরাজ কে পাঠিয়ে মেনকা কন্যা উমাকে সবগৃহে আনবেন । কিন্তু উমার থাকবার মেয়াদ মাত্র তিনদিন । দীর্ঘ অদর্শনের পর মাত্র তিনদিন ? তা অতৃপ্তিই বাড়ায় । তাই মেনকা স্বামীকে জানাচ্ছেন , বিজয়া প্রভাতে যখন স্বয়ং মহাদেব উমা কে নিতে আসবেন , তখন প্রতিশ্রুতির মতো উমা কে যেতে দেওয়া হবে না । কন্যা কে স্বামীগৃহে না পাঠানোতে হয়তো প্রতিবেশীরা নিন্দামন্দ করতে পারে , তা মেনকা সইবেন । এমন প্রয়োজন হলে কন্যাসহ তিনি জামাই এর সঙ্গে ঝগড়া করতেও প্রস্তুত । তবু এত তাড়াতাড়ি কন্যা কে স্বামীগৃহে পাঠাবেন না ।


1 টি মন্তব্য: