গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না প্রশ্নোত্তর
প্রশ্ন :" গিরি , এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না ..।" কবি ? পর্যায় ? তাৎপর্য ?
উত্তর:- রামপ্রসাদ সেন ।
[ ] আগমনী ।
[ ] বৎসরান্তে গিরিরাজ কে পাঠিয়ে মেনকা কন্যা উমাকে সবগৃহে আনবেন । কিন্তু উমার থাকবার মেয়াদ মাত্র তিনদিন । দীর্ঘ অদর্শনের পর মাত্র তিনদিন ? তা অতৃপ্তিই বাড়ায় । তাই মেনকা স্বামীকে জানাচ্ছেন , বিজয়া প্রভাতে যখন স্বয়ং মহাদেব উমা কে নিতে আসবেন , তখন প্রতিশ্রুতির মতো উমা কে যেতে দেওয়া হবে না । কন্যা কে স্বামীগৃহে না পাঠানোতে হয়তো প্রতিবেশীরা নিন্দামন্দ করতে পারে , তা মেনকা সইবেন । এমন প্রয়োজন হলে কন্যাসহ তিনি জামাই এর সঙ্গে ঝগড়া করতেও প্রস্তুত । তবু এত তাড়াতাড়ি কন্যা কে স্বামীগৃহে পাঠাবেন না ।
রামপ্রসাদ সেন? নাকি রামপ্রসাদ ভট্টাচার্য?
উত্তরমুছুন