Breaking News

ইচ্ছা থাকলেও বাংলা ভাষার যবনদোষ ঘোচানো যাবে না কেন ? “ আমাদের ভাষা সংকট ” প্রবন্ধ অনুসারে উত্তর দাও । প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক bengali honours ইচ্ছা থাকলেও বাংলা ভাষার যবনদোষ ঘোচানো যাবে না কেন আমাদের ভাষা সংকট প্রবন্ধ অনুসারে উত্তর দাও প্রশ্নোত্তর iccha thakleo bangla bhasar jobondosh ghochano jabe na keno amader bhasha songkot probondho anusare answer dao

উত্তর:- “ আমাদের ভাষা সংকট ” প্রবন্ধে প্রমথ চৌধুরী বলতে চেয়েছেন বাংলা ভাষার  যবনদোষ ঘোচানো যাবে না । তার নিজের ভাষায় বিদেশি ভাষার শব্দধিক লক্ষ্য করে বারীন্দ্রকুমার ঘোষ অভিযোগ করেন তার ভাষা সংকট । এই অভিযোগের জবাব দিতে গিয়েই প্রমথ চৌধুরী প্রবন্ধটি রচনা করেন এবং সেখানে দেখাতে চান স্বাভাবিক এবং স্বত:ফূর্ত ভাবেই একটা ভাষা অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে । প্রয়োজনের তাগিদেই সেটা করে । অন্যদেশ থেকে নতুন বস্তুর আমদানি হলে তার নামটাও ভাষায় গ্রহণ করতে হয় । এই ভাবেই বহু পর্তুগিজ শব্দ বাংলায় এসেছে । যেগুলিকে ভাষার শুদ্ধিতার কারনে বর্জন করলে ভাষায় পঙ্গু হয়ে যাবে । কৃষি এবং আইন-আদালত সংক্রান্ত বহু আরবি ফারসি শব্দ গৃহীত হয়েছে । সেইগুলোও এখন বাংলা ভাষায় অপরিহার্য । সাধারণ মানুষের ভাষায় সেটা এতটাই প্রতিষ্ঠাতা পেয়ে গেছে যে বিদেশী বা যবন শব্দ বলে এখন আর তাদের বাদ দেওয়া যাবে না । এই বহিরাগত যবন শব্দগুলিই বাংলা ভাষার শক্তি বৃদ্ধি করেছে । এখন বাংলা ভাষার শুদ্ধিকরণ প্রয়োজনে সেইসব যবন শব্দ বাদ দিলে ভাষা দুর্বল হয়ে পড়বে । সাধারণ মানুষ সেটা পছন্দ করবে না ।



কোন মন্তব্য নেই