ইচ্ছা থাকলেও বাংলা ভাষার যবনদোষ ঘোচানো যাবে না কেন ? “ আমাদের ভাষা সংকট ” প্রবন্ধ অনুসারে উত্তর দাও । প্রশ্নোত্তর
উত্তর:- “ আমাদের ভাষা সংকট ” প্রবন্ধে প্রমথ চৌধুরী বলতে চেয়েছেন বাংলা ভাষার যবনদোষ ঘোচানো যাবে না । তার নিজের ভাষায় বিদেশি ভাষার শব্দধিক লক্ষ্য করে বারীন্দ্রকুমার ঘোষ অভিযোগ করেন তার ভাষা সংকট । এই অভিযোগের জবাব দিতে গিয়েই প্রমথ চৌধুরী প্রবন্ধটি রচনা করেন এবং সেখানে দেখাতে চান স্বাভাবিক এবং স্বত:ফূর্ত ভাবেই একটা ভাষা অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে । প্রয়োজনের তাগিদেই সেটা করে । অন্যদেশ থেকে নতুন বস্তুর আমদানি হলে তার নামটাও ভাষায় গ্রহণ করতে হয় । এই ভাবেই বহু পর্তুগিজ শব্দ বাংলায় এসেছে । যেগুলিকে ভাষার শুদ্ধিতার কারনে বর্জন করলে ভাষায় পঙ্গু হয়ে যাবে । কৃষি এবং আইন-আদালত সংক্রান্ত বহু আরবি ফারসি শব্দ গৃহীত হয়েছে । সেইগুলোও এখন বাংলা ভাষায় অপরিহার্য । সাধারণ মানুষের ভাষায় সেটা এতটাই প্রতিষ্ঠাতা পেয়ে গেছে যে বিদেশী বা যবন শব্দ বলে এখন আর তাদের বাদ দেওয়া যাবে না । এই বহিরাগত যবন শব্দগুলিই বাংলা ভাষার শক্তি বৃদ্ধি করেছে । এখন বাংলা ভাষার শুদ্ধিকরণ প্রয়োজনে সেইসব যবন শব্দ বাদ দিলে ভাষা দুর্বল হয়ে পড়বে । সাধারণ মানুষ সেটা পছন্দ করবে না ।
কোন মন্তব্য নেই