অতিথি গল্পের কোন পরিচ্ছেদে নদী প্রকৃতির পরিচয় দেওয়া হয়েছে নিজের ভাষায় সেই পরিচয় উপস্থাপিত করো প্রশ্নোত্তর
প্রশ্ন: " অতিথি " গল্পের কোন পরিচ্ছেদে নদী প্রকৃতির পরিচয় দেওয়া হয়েছে ? নিজের ভাষায় সেই পরিচয় উপস্থাপিত করো ।
উত্তর:- " অতিথি " গল্পের ষষ্ট পরিচ্ছেদে নদী প্রকৃতির পরিচয় দেওয়া হয়েছে ।
কাঁঠালিয়া গ্রামের পাশ দিয়ে যে নদী প্রবাহিত হয়ে গেছে তাতে গ্রীষ্মকালে জল থাকে না । মাঝে মাঝে ডোবার মতো আকার নেই । নৌকা চলে না । ডোবাগুলোর কাদা জলে নৌকা গুলো ডুবে থাকে । নদীর মধ্যে দিয়ে গাড়ী চলে যায় । তার চাকার দাগ অঙ্কিত থাকে নদী বক্ষে । জৈষ্ঠ্য মাস পর্যন্ত এই অবস্থা থাকলেও আশাঢ শ্রাবণে নদী ভরে ওঠে । কোথা থেকে জল ধারা এসে নদীকে প্রাণবন্ত করে তোলে । গ্রাম্য বালক বালিকারা সানন্দে নদীর তীরে এসে নাচানাচি করে । জলে ঝাঁপিয়ে পড়ে নদীকে আলিঙ্গন করে । শুষ্ক নির্জীব গ্রামের মধ্যে হঠাৎই যেন বিপুল প্রাণের হিল্লোল এসে প্রবেশ করে । ভরা নদীতে তখন নৌকা ভাসে । দেশ বিদেশ থেকে ছোট বড়ো কত নৌকা মাল বোঝায় হয়ে আসে । আত্মীয় স্বজনেরাও নৌকা যোগে কুটুম্ব বাড়ীতে খোঁজ নিতে আসে ।
[ ] নৌকা যোগের সুযোগ বেড়ে যাওয়ায় এসময় কোনো কোনো গ্রামে রথের মেলা , অন্যান্য মেলার আয়োজন করা হয় । নৌকা বোঝায় হয়ে মেলায় বেচা কেনার সামগ্রী , নাগরদোলা , যাত্রাপালা , ইত্যাদির সামগ্রী এসে উপস্থিত হয় । সেই সব নৌকার যাত্রীদের , দাঁড়ি মাল্লাদের চেচামীতি , গান বাজনার দাপটে নদী বক্ষ যেন প্রাণবন্ত হয়ে ওঠে । মানুষের জীবন যাপনে নিকটতম সঙ্গী হয়ে ওঠে । অত্যন্ত সহায়ক হয়ে ওঠে ।
কোন মন্তব্য নেই