একরাত্রি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। " একরাত্রি " গল্পটি কত বঙ্গাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর:- " একরাত্রি " গল্পটি ১২৯৯ বঙ্গাব্দে " সাধনা " পত্রিকায় প্রকাশিত হয় ।
২। " আহা দুটিতে বেশ মানায় " কার উক্তি ? কোন দুজন সম্পর্কে এই উক্তি ?
উত্তর:- " আহা দুটিতে বেশ মানায় " উক্তিটি " একরাত্রি " গল্পের সুরবালার মায়ের । গল্প কথক আর সুরবালার মধ্যে বর - বধূ রূপে মানাবার কথা বলা হয়েছে ।
৩। গল্প কথকের পিতার পেশা কী ছিল ? সন্তান সম্পর্কে তাঁর ভবিষ্যৎ অভিপ্রায় কেমন ছিল ?
উত্তর:- গল্প কথকের পিতার পেশা ছিল চৌধুরী জমিদারের নায়েবগীরি । তাঁর অভিপ্রায় ছিল ছেলের হাতটা পাকলেই তাকে জমিদারী সেরেস্তার কাজ শিখিয়ে গোমস্তা গীরিতে ঢুকিয়ে দেবেন ।
৪। নায়েব পিতার পুত্র গল্প কথকের ভবিষৎ অভিপ্রায় কী ছিল ?
উত্তর:- গল্প কথকের অভিপ্রায় ছিল পাড়ার নীলরতনের মতো কলকাতায় গিয়ে লেখা পড়া শিখে কালেক্টরের নাজির কিম্বা জজ আদালতের হেড ক্লাক হবেন ।
৫। নীল রতনের দেখানোর পথে কলকাতায় গেলেও গল্প কথক নাজির হতে পারেন নি কেন ?
উত্তর:- নীল রতনের অনুসরণে কলকাতায় গেলেও গল্প কথক পার্টির কাজে ব্রতী হন । নেতাদের ফাই ফরমাস খাটতে ব্যাস্ত হয়ে পড়েন । তারপর পিতার মৃত্যুতে সংসারের হাল ধরতে শিক্ষকের চাকরী নিতে বাধ্য হন ।
৬। গল্প কথক কত বয়সে কলকাতায় যান ? তখন সুরবালার বয়স কত ?
উত্তর:- গল্প কথক পনেরো বছর বয়সে কলকাতায় পালিয়ে যান । তখন সুরবালার বয়স আট ।
৭। সুরবালার সঙ্গে গল্প কথকের বিবাহ না হবার কারণ কী ?
উত্তর:- সুরবালার সঙ্গে গল্প কথকের বিবাহ না হবার কারণ গল্প কথক নিজে । তিনি আঠারো বছর বয়সে মাটসানি গারিবালডি হবার স্বপ্ন দেখতে থাকেন এবং মনে মনে প্রতিজ্ঞা করেন আজীবন বিবাহ না করে দেশের জন্য মরবেন । এটাই তাঁর বিবাহ না হবার কারণ ।
৮। গল্প কথক চেষ্টা করে কোথায় কীসের চাকরী পান ?
উত্তর:- " একরাত্রি " গল্পের গল্প কথক অনেক চেষ্টা করে নোয়াখালী বিভাগের একটি ছোট শহরে অন্ট্রেশ স্কুলের সেকেন্ড মাস্টারি পদে চাকরী পান ।
৯। কার সঙ্গে সুরবালার বিবাহ হয়েছিল ? তাঁর পেশা কী ছিল ?
উত্তর :- সুরবালার বিবাহ হয়েছিল রামলোচন বাবুর সঙ্গে । তাঁর পেশা ছিল ওকালতি ।
১০। " একরাত্রি " গল্পের স্কুল বাড়িটির পরিবেশ কেমন ছিল ?
উত্তর:- " একরাত্রি " গল্পের স্কুল বাড়ী টা লোকালয় থেকে দূরে ছিল । একদিকে ছিল একটা বড়ো পুষ্করিনী চারপাশে সুপারি নারিকেলের , মাদারের গাছ , একেবারে গায়ে লাগোয়া দুটো প্রকান্ড নিমগাছ ।
১১। " আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে কেবল হাত পাঁচ ছয় দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম ।" কোন রচনার অংশ ? দুটি প্রাণী কে কে ?
উত্তর:- " আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে ।" রবীন্দ্রনাথের " একরাত্রি " গল্পের অংশ । এ খানে দুটি প্রাণী বলতে গল্প কথক সুরবালা আর নিজেকে বুঝিয়েছেন ।
কোন মন্তব্য নেই