তাহারা সোনার দেউল তুলিয়াছে মরা পাহাড়ের আড়ালে পৃথিবী দেখে তাই মরা পাহাড়, সোনার দেউলের দিকে কেউ চায়না কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো প্রশ্নোত্তর
প্রশ্ন: " তাহারা সোনার দেউল তুলিয়াছে মরা পাহাড়ের আড়ালে । পৃথিবী দেখে তাই মরা পাহাড়, সোনার দেউলের দিকে কেউ চায়না ।" কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো ।
উত্তর:-" তাহারা সোনার দেউল তুলিয়াছে মরা পাহাড়ের আড়ালে ।" উদ্দীপ্ত উক্তিটি তারাশঙ্করের " জলসাঘর " গল্প থেকে গৃহীত । এ খানে " সোনার দেউল " বলা হয়েছে মহিম গাঙ্গুলীর বাড়ি কে । আর " মরা পাহাড় " বলা হয়েছে রায়বাড়ীকে । মহিম গাঙ্গুলী ধনতন্ত্রের প্রতিনিধি । আধুনিক অট্টালিকায় চাকচিক্য আছে , কিন্তু মহিমা নেই । তা আছে সামন্ততান্ত্রিক রায়বাড়ীতে । অনেকটা জায়গা নিয়ে বিশাল বাড়ি । পাহাড়ের চাকচিক্য না থাকলেও তার বিশালতা , উদারতা , মহত্ব মানুষকে মুগ্ধ করে আকৃষ্ট করে । মরা পাহাড় বা শোভাহিন রুক্ষ পাহাড়ও আকর্ষণীয় হয় । ধনহিন , ধংসসম্মুখ রায়বাড়ি সেই মরা পাহাড়ের মতোই । দরিদ্রের চিহ্ন তাঁর সর্বাঙ্গে । তবু তার বিশালত্বই মানুষকে মুগ্ধ ও শ্রদ্ধানত করে । এত বেশী জায়গা নিয়ে এত বড়ো অট্টালিকা একালের ধনীরা বানাবেন না । তাতে আলোর চাকচিক্য , আসবাবের চমৎকারিত্ব থাকলেও তা আয়তনে ক্ষুদ্র হওয়ায় কারো মনে বিস্ময় উৎপাদন করতে পারে না , তার মহিমা বা গৌরব কম । মহিমের অনেক টাকা থাকলেও কেউ তাকে " হুজুর " বলে খাতির করে না । ধনহিন , নিঃস্ব বিশ্বম্ভর কে " হুজুর " বলে , এতেই বোঝা যায় তাঁর সামন্ততান্ত্রিক মাহাত্ম্য ।
কোন মন্তব্য নেই