শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

তাহারা সোনার দেউল তুলিয়াছে মরা পাহাড়ের আড়ালে পৃথিবী দেখে তাই মরা পাহাড়, সোনার দেউলের দিকে কেউ চায়না কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক তাহারা সোনার দেউল তুলিয়াছে মরা পাহাড়ের আড়ালে পৃথিবী দেখে তাই মরা পাহাড়,  সোনার দেউলের দিকে কেউ চায়না   কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো প্রশ্নোত্তর Bengali honours tahara sonar deul tuliyache mora paharer arale prithibi dekhe tai mora pahar sonar deouler dike keu chaina kothatir tatporjo bakkha koro questions answer


প্রশ্ন: " তাহারা সোনার দেউল তুলিয়াছে মরা পাহাড়ের আড়ালে । পৃথিবী দেখে তাই মরা পাহাড়,  সোনার দেউলের দিকে কেউ চায়না ।"  কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো ।

উত্তর:-" তাহারা সোনার দেউল তুলিয়াছে মরা পাহাড়ের আড়ালে ।"  উদ্দীপ্ত উক্তিটি তারাশঙ্করের "  জলসাঘর " গল্প থেকে গৃহীত । এ খানে  " সোনার দেউল "  বলা হয়েছে মহিম গাঙ্গুলীর বাড়ি কে । আর " মরা পাহাড় " বলা হয়েছে রায়বাড়ীকে । মহিম গাঙ্গুলী ধনতন্ত্রের  প্রতিনিধি । আধুনিক অট্টালিকায় চাকচিক্য আছে ,  কিন্তু মহিমা নেই । তা আছে সামন্ততান্ত্রিক রায়বাড়ীতে । অনেকটা জায়গা নিয়ে বিশাল বাড়ি । পাহাড়ের চাকচিক্য না থাকলেও তার বিশালতা , উদারতা , মহত্ব মানুষকে মুগ্ধ করে আকৃষ্ট করে । মরা পাহাড় বা শোভাহিন রুক্ষ পাহাড়ও আকর্ষণীয় হয় । ধনহিন , ধংসসম্মুখ রায়বাড়ি সেই মরা পাহাড়ের মতোই । দরিদ্রের চিহ্ন তাঁর সর্বাঙ্গে । তবু তার বিশালত্বই মানুষকে মুগ্ধ ও শ্রদ্ধানত করে । এত বেশী জায়গা নিয়ে এত বড়ো অট্টালিকা একালের ধনীরা বানাবেন না । তাতে আলোর চাকচিক্য , আসবাবের চমৎকারিত্ব থাকলেও তা আয়তনে ক্ষুদ্র হওয়ায় কারো মনে বিস্ময় উৎপাদন করতে পারে না , তার মহিমা বা গৌরব কম । মহিমের অনেক টাকা থাকলেও কেউ তাকে " হুজুর " বলে খাতির করে না । ধনহিন , নিঃস্ব বিশ্বম্ভর কে " হুজুর " বলে , এতেই বোঝা যায় তাঁর সামন্ততান্ত্রিক মাহাত্ম্য ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন