নিঃশব্দের তর্জনী প্রবন্ধে কোন বাংলা কবির নামোল্লেখ করা হয়েছে ? কোন প্রসঙ্গে ? আলোচনা করো প্রশ্নোত্তর
উত্তর:-“ নিঃশব্দের তর্জনী ” প্রবন্ধে লেখক শঙ্খ ঘোষ কবি জীবনাননন্দের নামোল্লেখ করেছেন । একালের সামাজিক মানুষের একটা প্রবণতা আড়ালে থাকা । নিজেকে অন্যদের কাছে আড়ালে রাখতেই সভ্য মানুষ কম কথা বলতে চান , নিঃশব্দে ভাব বিনিময় করতে চান । এই প্রবণতা দেখা যাচ্ছে কবিতা রচনার ক্ষেত্রেও । আধুনিক কবি জীবনানন্দ দাশ প্রথম অল্প কথায় পরিচিত শব্দ অপরিচিত অর্থে প্রয়োগ করে ইঙ্গিত ধর্মী কবিতা রচনা করেন । অবচেতন মনের রহস্যময় ভাব রাশিকে ব্যক্ত করা যায় না । ব্যক্ত করার ভাষাও নেই । তাই সে সকল রহস্যময় ভাব ব্যক্ত করতে চেনা শব্দের ইঙ্গিতবহ চিত্রকল্প বা প্রতীক ব্যবহার করেছেন । ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টাও করেননি । তাঁর হাত ধরেই স্বল্প শব্দের প্রতীকধর্মী কবিতার প্রচলন হতে থাকে । তাই লেখক প্রবন্ধে তাকে স্মরণ করেছেন ।
কোন মন্তব্য নেই