সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নিঃশব্দের তর্জনী প্রবন্ধে কোন বাংলা কবির নামোল্লেখ করা হয়েছে ? কোন প্রসঙ্গে ? আলোচনা করো প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক bengali honours নিঃশব্দের তর্জনী  প্রবন্ধে কোন বাংলা কবির নামোল্লেখ করা হয়েছে কোন প্রসঙ্গে আলোচনা করো প্রশ্নোত্তর nishobder torjoni probondhe kon bangla kobir nam ullekh kora hoyeche kon prosongo alochona koro questions answer

উত্তর:-“ নিঃশব্দের তর্জনী ” প্রবন্ধে লেখক শঙ্খ ঘোষ কবি জীবনাননন্দের নামোল্লেখ করেছেন । একালের সামাজিক মানুষের একটা প্রবণতা আড়ালে থাকা । নিজেকে অন্যদের কাছে আড়ালে রাখতেই সভ্য মানুষ কম কথা বলতে চান , নিঃশব্দে ভাব বিনিময় করতে চান । এই প্রবণতা দেখা যাচ্ছে কবিতা রচনার ক্ষেত্রেও । আধুনিক কবি জীবনানন্দ দাশ প্রথম অল্প কথায় পরিচিত শব্দ অপরিচিত অর্থে প্রয়োগ করে ইঙ্গিত ধর্মী কবিতা রচনা করেন । অবচেতন মনের রহস্যময় ভাব রাশিকে ব্যক্ত করা যায় না । ব্যক্ত করার ভাষাও নেই । তাই সে সকল রহস্যময় ভাব ব্যক্ত করতে চেনা শব্দের ইঙ্গিতবহ চিত্রকল্প বা প্রতীক ব্যবহার করেছেন । ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টাও করেননি । তাঁর হাত ধরেই স্বল্প শব্দের প্রতীকধর্মী কবিতার প্রচলন হতে থাকে । তাই লেখক প্রবন্ধে তাকে স্মরণ করেছেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন