শনিবার, ২ অক্টোবর, ২০২১

পোস্টমাস্টার অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক পোস্টমাস্টার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Bengali honours postmaster oti songkhipto questions answer রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর robindronath Tagore golpo gucho questions answer




১। " পোস্টমাস্টার " গল্পটি কোন পত্রিকায় কোন সংখ্যায় প্রকাশিত ?


উত্তর:- " পোস্টমাস্টার " গল্পটি " হিতবাদী " পত্রিকায় ২৪ শে জৈষ্ঠ্য ১২৯৮ সংখ্যায় প্রকাশিত ।


২। " পোস্টমাস্টার " গল্পটি কোথায় বসে লেখা ?


উত্তর:- " পোস্টমাস্টার " গল্পটি শিলাইদহে বসে লেখা ।


৩। " পোস্টমাস্টার " গল্পের উপাদান কথা থেকে সংগৃহীত ?


উত্তর:- " পোস্টমাস্টার " গল্পের উপাদান সংগৃহীত হয় সাজাদ পুর কুঠি বাড়ীর পোস্ট অফিস সংক্রান্ত ঘটনাবলী থেকে ।


৪। " পোস্টমাস্টার " গল্পে কটি চরিত্র ? তাদের নাম কি ?


উত্তর:- " পোস্টমাস্টার " মাত্র দুটি চরিত্র । পোস্টমাস্টার এবং রতন ।


৫। " পোস্টমাস্টার " এর বাড়ী কোথায় ?


উত্তর:- " পোস্টমাস্টার "  এর বাড়ী কলকাতায় ।

৬। " পোস্টমাস্টার "  যে গ্রামে চাকরি করতে আসেন সেই গ্রামের নাম কি ?


উত্তর:- " পোস্টমাস্টার "  যে গ্রামে চাকরি করতে আসেন সেই গ্রামের নাম হল উলা পুর ।


৭। গ্রামে এসে কলকাতার ছেলে পোস্টমাস্টারের কেমন অবস্থা হয়েছিল ?


উত্তর:- গ্রামে এসে কলকাতার ছেলে পোস্টমাস্টারের অবস্থা হয় ডাঙায় তোলা মাছের মতো ।


৮। উলা পুরের পোষ্ট অফিসটি কেমন পরিবেশে স্থাপিত হয়েছিল ?


উত্তর:- উলা পুরের পোষ্ট অফিসটি স্থাপিত হয়েছিল পানা পুকুরের ধারে । জঙ্গল ঘেরা একটা অন্ধকার আটচালা ঘরে ।


৯। উলা পুরের পোষ্ট অফিসটি কে বা কারা প্রতিষ্ঠা করেছিল ?


উত্তর :- উলা পুরের পোষ্ট অফিসটি প্রতিষ্ঠা করেছিলেন নীল কুঠির এক সাহেব ।


১০। পোস্টমাস্টারের কাজের মেয়েটির নাম ও বয়স উল্লেখ কর ?


উত্তর:- পোস্টমাস্টারের কাজের মেয়েটির নাম রতন , বয়স বারো - তেরো বছর ।

১১। কাজের বিনিময়ে পোস্টমাস্টারের কাছ থেকে রতন কী পেত ?


উত্তর:- কাজের বিনিময়ে পোস্টমাস্টারের কাছ থেকে রতন বেতন পেত না , শুধু পেটে খেতে পেত ।


১২। রতন পোস্টমাস্টারের কোন কোন কাজ করে দিত ?


উত্তর:- রতন পোস্টমাস্টারের ঘর পরিষ্কার করা , উনুন ধরানো , তামাক সাজা , জলতোলা , রুটি সেঁকে দেওয়া এই সব কাজ করত ।


১৩। " পোস্টমাস্টার " নিজে রেঁধে খেতেন কেন ?


উত্তর:- পোস্টমাস্টারের বেতন অল্প । রাঁধুনি রাখার সাধ্য ছিল না । তাই নিজেই রেঁধে খেতেন ।


১৪। " পোস্টমাস্টার "  কীভাবে তাঁর অবসর কাটাতেন ?


উত্তর:-  পোস্টমাস্টার কবিতা লিখতেন , বাড়ীর আত্মীয় স্বজনদের কথা ভাবতেন , রতনের সঙ্গে গল্প করতেন । শেষ দিকে রতনকে পড়াতেও শুরু করেন ।


১৫। পোস্টমাস্টারের বাড়িতে কে কে আছেন ?


উত্তর:- পোস্টমাস্টারের বাড়িতে তাঁর ছোট ভাই , দিদি আর মা আছেন ।

১৬। রতনের কে কে আছেন ?


উত্তর:- রতনের আপনজন বলতে কেউ নেই ।


১৭। কে রতনকে মায়ের চেয়েও বেশী ভালোবাসত ?


উত্তর:- রতনের বাবা রতনকে তাঁর মায়ের চেয়েও বেশী ভালোবাসত ।


১৮। রতন পোস্টমাস্টার কে কী বলে সম্বোধন করত ?


উত্তর:- রতন পোস্টমাস্টার কে " দাদাবাবু " বলে সম্বোধন করত ।


১৯। " সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করিয়া বসিল ।" কে কোন মুহূর্তে জননীর পদ অধিকার করে বসে ?


উত্তর:- রতন যখন পোস্টমাস্টারের অসুখ করেছে জানল , তখনই জননীর মতো সেবা করতে বসে গেল ।


২০। পোস্টমাস্টার বদলির দরখাস্ত করেছিলেন কেন ?


উত্তর:- পোস্টমাস্টার স্বাস্থ্যর কারণে গ্রাম্য পরিবেশ থেকে মুক্তি পেতে বদলীর দরখাস্ত করেন ।

২১। পোস্টমাস্টারের স্নানের জল রতন কোথা থেকে তুলে আনত ?


উত্তর:- পোস্টমাস্টারের স্নানের জল রতন নদী থেকে তুলে আনত ।


২২। পোস্টমাস্টারের কোন যানবাহনের কলকাতার উদ্দেশ্য যাত্রা করেন ?


উত্তর:- পোস্টমাস্টার নৌকাযোগে কলকাতার উদ্দেশ্য যাত্রা করেন ।


২৩। পোস্টমাস্টারের কোন ব্যাবহারে রতন মর্মাহত হয় ?


উত্তর:- রতন দাদাবাবু কে ভালোবাসত । তাই তাঁর পীড়ার সময় যথাসাধ্য সেবা করেছে । কিন্তু দাদাবাবু রতনকে ভালোবাসত না । তাই ভালোবাসার প্রতিদান দেবার পরিবর্তে করুণা করে কিছু টাকা দিতে চেয়েছেন আতেইর রতন মর্মাহত হয় ।


২৪। নৌকায় চাপার পর পোস্টমাস্টারের মনে রতনের জন্য কোন ভাবনার উদয় হয় ? ভাবনা অনুযায়ী কাজ হতে পারেনি কেন ?


উত্তর:- নৌকায় চাপার পর পোস্টমাস্টারের মনে হয়েছিল " জগতের ক্রর বিচ্ছুত্ত সেই অনাথিনি কে সঙ্গে করিয়া লইয়া আসি ।" এই ইচ্ছা বা ভাবনা অনুযায়ী কাজ হতে পারে নি কারণ পালে বাতাস লেগে এবং খরতর স্রোতে নৌকা তখন দুত্র এগিয়ে চলেছিল ।


৬টি মন্তব্য:

  1. পোস্টমাস্টার গল্পের পোস্টমাস্টার চরিত্র

    উত্তরমুছুন
  2. পোস্টমাস্টার পোস্ট অফিসের চাকরিতে
    ইস্তফা দিলেন কেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পোস্টমাস্টার স্বাস্থ্যর কারণে গ্রাম্য পরিবেশ থেকে মুক্তি পেতে বদলীর দরখাস্ত করেন ।

      মুছুন
  3. বোদলি দরখাস্ত কোরেছিল কেনো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পোস্টমাস্টার স্বাস্থ্যর কারণে গ্রাম্য পরিবেশ থেকে মুক্তি পেতে বদলীর দরখাস্ত করেন ।

      মুছুন
  4. পোস্টমাস্টার বেতন কত ছইল

    উত্তরমুছুন