১। " ত্যাগ " গল্পটি কোন পত্রিকার কোন সংখ্যায় প্রথম প্রকাশিত হয় ?
উত্তর:- " ত্যাগ " গল্পটি " সাধনা " পত্রিকার ১২৯৯ সংখ্যায় প্রকাশিত হয় ।
২। " ত্যাগ " কোন শ্রেণীর গল্প ?
উত্তর:- " ত্যাগ " সামাজিক গল্প ।
৩। " ত্যাগ " গল্পের সমাজের কোন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ?
উত্তর:- " ত্যাগ " গল্পে সমাজে প্রচলিত কুসংস্কারের মানবতা বিরোধী ফল শ্রুতির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ।
৪। " ত্যাগ " গল্পের নায়িকা কে ?
উত্তর:- " ত্যাগ " গল্পের নায়িকা কুসুম ।
৫। " ত্যাগ " গল্পের নায়ক কে ?
উত্তর:- " ত্যাগ " গল্পের নায়ক হেমন্ত মুখুজ্জে ।
৬। " ত্যাগ " গল্পের কাহিনী কোন পদ্ধতিতে উপস্থাপিত ?
উত্তর:- " ত্যাগ " গল্পের কাহিনী " ফ্ল্যাশব্যাক " পদ্ধতিতে উপস্থাপিত ।
৭। স্ত্রীর কাছে তার প্রকৃত পরিচয় জানতে পেরে হেমন্ত প্রথমে কোথায় ছুটে যায় ? কেন ?
উত্তর:- স্ত্রীর কাছে তাঁর বংশ ও শৈশবের পরিচয় জানতে পেরে হেমন্ত প্রথমেই ছুটে যায় প্যারিশংকরের বাড়ীতে । কারণ তার মনে হয় প্যারিশংকর জেনে শুনেই এই বিবাহ ঘটিয়েছেন । কেন তিনি একাজ করেছেন সেটা জানতেই তাঁর বাড়ীতে যান ।
৮। " সর্বনাশ করিয়াছ তোমাকে ইহার শাস্তি পাইতে হইবে ।" বক্তা কে ? কাকে উদ্দেশ্য করে বলা ? সর্বনাশ টা কী ?
উত্তর:- " সর্বনাশ করিয়াছ .." কথাটার বক্তা হেমন্ত । প্যারিশংকর কে উদ্দেশ্য করে সে একথা বলেছে । সর্বনাশ টা হল হেমন্ত
দের জাতিচুত্তি করতে সচেষ্ট হন ।
৯। জাতি চুত্ত হবার পর প্যারিশংকর কোথায় আশ্রয় নেন ?
উত্তর :- জাতি চুত্ত হবার পর প্যারিশংকর কলকাতায় আশ্রয় নেন ।
১০। জাতিচুত্ত করা ছাড়াও হরিহর প্যারিশংকরের আর কী ক্ষতি সাধন করেন ?
উত্তর:- জাতিচুত্ত করা ছাড়া হরিহর কন্যা কর্তাদের উত্তেজিত করে প্যারিশংকরের ভ্রাতুষ্পুত্রের বিবাহ হতে দেননি ।
১১। কুসুম কার বাড়ীতে আশ্রিত থাকত ?
উত্তর:- কুসুম বিপ্রদাস চাটুজ্জের বাড়িতে আশ্রিত থাকত ।
১২। কুসুমের প্রকৃত পরিচয় কী ?
উত্তর:- কুসুমের প্রকৃত পরিচয় সে কায়স্থ কন্যা এবং শৈশব বিধবা । সে অনাথা বলেই অন্যের আশ্রয়ে প্রতিপালিত হচ্ছিল ।
১৩। বিপ্রদাস বাবুর বাড়িটা কোথায় অবস্থিত ছিল ?
উত্তর:- বিপ্রদাস বাবুর বাড়িটা হেমন্ত দের কলেজের ঠিক পাশেই অবস্থিত ছিল ।
১৪। হেমন্ত ও কুসুমের প্রণয় সম্পর্কের জন্ম কোথায় ?
উত্তর:- হেমন্ত ও কুসুমের প্রণয় সম্পর্কের জন্ম তখনই যখন বিপ্রদাস বাবুর বাড়িতে কুসুম আশ্রিত থাকত ।
১৫। শ্রীপতি চাটুজ্জের বাসায় থাকার সময় কুসুমকে কার কন্যা বলে চালানো হয় ?
উত্তর:- শ্রীপতি চাটুজ্জের বাসায় থাকার সময় কুসুমকে শ্রীপতির কন্যা বলেই চালানো হয় ।
১৬। হেমন্ত কোন কলেজের ছাত্র ছিল ?
উত্তর:- হেমন্ত প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিল ।
১৭। হরিহর হেমন্ত কে দ্বিতীয়বার স্ত্রী ত্যাগের নির্দেশ দিলে হেমন্ত কী বলে ?
উত্তর:- দ্বিতীয়বার স্ত্রী ত্যাগের নির্দেশ পেলে হেমন্ত বাবাকে বলে " আমি স্ত্রীকে ত্যাগ করিব না " ।
১৮। " ত্যাগ " গল্পের কোন চরিত্রটি সর্বাধিক গুরুত্ব পূর্ন ?
উত্তর:- " ত্যাগ " গল্পের প্যারিশংকর চরিত্রটি সর্বাধিক গুরুত্বপূর্ন
১৯। প্যারিশংকরের জামাতার নাম কি ? সে কী অপরাধ করেছিল ?
উত্তর:- প্যারিশংকরের জামাতার নাম নবকান্ত । সে স্ত্রীর গহনা চুরি করে বিলেতে গিয়েছিল ব্যারিস্টারি পড়তে । সমাজপতিদের মতে এজন্যই সে জাতিচূত্ত হবার যোগ্য ।
২০। নবকান্ত কত বছর পর দেশে ফিরেছিল ?
উত্তর:- নবকান্ত পাঁচ বছর পর দেশে ফিরেছিল ।
২১। কুসুম প্যারিশংকর কে কী বলে সম্বোধন করত ?
উত্তর:- কুসুম প্যারিশংকর কে " জ্যাঠামশাই " বলে সম্বোধন করত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন