নিশীথে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। রবীন্দ্রনাথের " নিশীথে " গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর:- রবীন্দ্রনাথের " নিশীথে " গল্পটি ১৩০১ বঙ্গাব্দে " সাধনা " পত্রিকায় প্রকাশিত হয় ।
২। " নিশীথে " গল্পের বক্তার নাম কি ? তিনি কাকে কখন কাহিনীটি বলেছেন ?
উত্তর:- " নিশীথে " গল্পের বক্তার নাম দক্ষিণাচরণবাবু । তিনি একজন ডাক্তারকে মধ্য রাত্রে কাহিনীটি বলেছেন ।
৩। দক্ষিণাচরণবাবু কি রোগে আক্রান্ত হয়ে মৃত প্রায় হয়েছিল ? বাঁচলেন কিভাবে ?
উত্তর:- দক্ষিণাচরণবাবু ওষ্ঠ ব্রণ হয়ে জ্বর বিকারে মৃত প্রায় হন । ডাক্তার জবাব দিয়ে যান । কিন্তু ব্রহ্মচারী গব্য ঘৃতের সঙ্গে কী একটা শিকড় বেটে খাইয়ে দেওয়ার পর আবার সুস্থ হয়ে ওঠেন ।
৪। দক্ষিণাচরণবাবু প্রথমা স্ত্রীর ভালোবাসার নিদর্শন বা প্রমাণ কী ?
উত্তর:- দক্ষিণাচরণবাবুর প্রথমা স্ত্রীর ভালোবাসার নিদর্শন তাঁর অক্লান্ত সেবা । স্বামীর অসুখের সময় ডাক্তারে জবাব দিয়ে গেলেও স্ত্রী আশা ছাড়েন নি । স্বামীর রোগ শয্যার পাশে অহ নিশি জেগে থেকে সমস্ত প্রেম , সমস্ত হৃদয় , সমস্ত যত্ন দিয়ে তাঁর প্রাণ টুকুকে ধরে রাখতে যম দূত গুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করেছেন ।
৫। " পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয় ।" বক্তা কে ? পুরুষ মানুষটাই বা কে ? তার বাড়াবাড়ি টা কি ?
উত্তর:- " পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয় । " উক্তিটির বক্তা " নিশীথে " গল্পের দক্ষিণাচরণবাবুর প্রথমা স্ত্রী । পুরুষ মানুষ টা স্বয়ং দক্ষিণাচরণবাবু । তাঁর বাড়াবাড়ি টা হল অসুস্থ স্ত্রীকে সেবা করার চেষ্টা ।
৬। " তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না ।" কে কাকে একথা বলেছে ? কথাটা কতটা আন্তরিক ছিল ?
উত্তর:- " তোমার ভালোবাসা আমি .." কথা টা " নিশীথে "গল্পের দক্ষিণাচরণ বলেছেন তাঁর রুগ্ন স্ত্রীকে । সেই মুহূর্তে কথাটা অবশ্যই আন্তরিক ছিল । তবে দ্বিতীয় নারীর প্রেমে পড়লে কথাটার আন্তরিকতায় সংশয় জাগে ।
৭। " উনি মা লক্ষ্মী , চিরকাল পরের সেবা করিয়া আসিয়াছেন , অন্যের সেবা সহিতে পারেন না। " বক্তা কে ? কার সম্পর্কে একথা বলা হয়েছে ?
উত্তর: " উনি মা লক্ষ্মী চিরকাল পরের সেবা ..." এই উক্তির বক্তা " নিশীথে " গল্পের হারান ডাক্তার । দক্ষিণাচরণবাবুর রুগ্ন স্ত্রীর সম্পর্কে একথা বলেছেন ।
৮। দক্ষিণাচরনের প্রথমা স্ত্রীর মৃত্যু কীভাবে হয় ?
উত্তর:- দক্ষিণাচরনের প্রথমা স্ত্রীর মৃত্যু হয় বিষাক্ত মালিশ সেবন করে । আসলে তিনি ঐ খেয়েই আত্মহত্যা করেন ।
৯। " তখন দক্ষিণাচরণবাবুর মুখের ভাব একেবারে বদল হইয়া গেল ।" ভয়ের কিছু মাত্র চিহ্ন রহিল না ।" কখন দক্ষিণাচরণবাবুর মুখের ভাব বদল হয়ে গেল ? কেন ?
উত্তর:- যখন কাক ডেকে উঠল , দোয়েল শিস দিতে লাগল , মোষের গাড়ীর চাকার শব্দ শোনা গেল , যখন বোঝা গেল সকাল হয়ে গেছে , তখন দক্ষিণাচরণবাবুর ভয় ঘুচে গেল । রাতের বেলাতেই তার মনে অতি প্রাকৃতিক ভয় জাগে , দিনের বেলায় নয় ।
১০। " নিশীথে " গল্পের শেষ বাক্যটি কী ?
উত্তর:- " নিশীথে " গল্পের শেষ বাক্য টি হল " সেই দিন অর্ধ রাত্রে আবার আমার দ্বারে আসিয়া ঘা পড়িল , ডাক্তার ডাক্তার ।
Nishitha golpor choritro
উত্তরমুছুন