সোমবার, ৪ অক্টোবর, ২০২১

নিশীথে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক নিশীথে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর bengali honours nishithe oti songkhipto questions answer রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর robindronath Tagore golpo gucho questions answer



১। রবীন্দ্রনাথের "  নিশীথে " গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় ?


উত্তর:- রবীন্দ্রনাথের "  নিশীথে " গল্পটি ১৩০১ বঙ্গাব্দে " সাধনা " পত্রিকায় প্রকাশিত হয় ।


২। "  নিশীথে " গল্পের বক্তার নাম কি ? তিনি কাকে কখন কাহিনীটি বলেছেন ?


উত্তর:- "  নিশীথে " গল্পের বক্তার নাম দক্ষিণাচরণবাবু । তিনি একজন ডাক্তারকে মধ্য রাত্রে কাহিনীটি বলেছেন ।


৩।  দক্ষিণাচরণবাবু কি রোগে আক্রান্ত হয়ে মৃত প্রায় হয়েছিল ? বাঁচলেন কিভাবে ?


উত্তর:- দক্ষিণাচরণবাবু ওষ্ঠ ব্রণ হয়ে জ্বর বিকারে মৃত প্রায় হন । ডাক্তার জবাব দিয়ে যান । কিন্তু ব্রহ্মচারী গব্য ঘৃতের সঙ্গে কী একটা শিকড় বেটে খাইয়ে দেওয়ার পর আবার সুস্থ হয়ে ওঠেন ।


৪। দক্ষিণাচরণবাবু প্রথমা স্ত্রীর ভালোবাসার নিদর্শন বা প্রমাণ কী ?


উত্তর:- দক্ষিণাচরণবাবুর প্রথমা স্ত্রীর ভালোবাসার নিদর্শন তাঁর অক্লান্ত সেবা । স্বামীর অসুখের সময় ডাক্তারে জবাব দিয়ে গেলেও স্ত্রী আশা ছাড়েন নি । স্বামীর রোগ শয্যার পাশে অহ নিশি জেগে থেকে সমস্ত প্রেম , সমস্ত হৃদয় , সমস্ত যত্ন দিয়ে তাঁর প্রাণ টুকুকে ধরে রাখতে যম দূত গুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করেছেন ।


৫। " পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয় ।" বক্তা কে ? পুরুষ মানুষটাই বা কে ? তার বাড়াবাড়ি টা কি ?


উত্তর:- " পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয় । " উক্তিটির বক্তা " নিশীথে " গল্পের দক্ষিণাচরণবাবুর প্রথমা স্ত্রী । পুরুষ মানুষ টা স্বয়ং দক্ষিণাচরণবাবু । তাঁর বাড়াবাড়ি টা হল অসুস্থ স্ত্রীকে সেবা করার চেষ্টা ।

৬। " তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না ।" কে কাকে একথা বলেছে ? কথাটা কতটা আন্তরিক ছিল ?


উত্তর:- " তোমার ভালোবাসা আমি .." কথা টা "  নিশীথে "গল্পের দক্ষিণাচরণ বলেছেন তাঁর রুগ্ন স্ত্রীকে । সেই মুহূর্তে কথাটা অবশ্যই আন্তরিক ছিল । তবে দ্বিতীয় নারীর প্রেমে পড়লে কথাটার আন্তরিকতায় সংশয় জাগে ।


৭। " উনি মা লক্ষ্মী , চিরকাল পরের সেবা করিয়া আসিয়াছেন , অন্যের সেবা সহিতে পারেন না। " বক্তা কে ? কার সম্পর্কে একথা বলা হয়েছে ?


উত্তর: " উনি মা লক্ষ্মী চিরকাল পরের সেবা ..." এই উক্তির বক্তা "  নিশীথে " গল্পের হারান ডাক্তার । দক্ষিণাচরণবাবুর রুগ্ন স্ত্রীর সম্পর্কে একথা বলেছেন ।


৮। দক্ষিণাচরনের প্রথমা স্ত্রীর মৃত্যু কীভাবে হয় ?


উত্তর:- দক্ষিণাচরনের প্রথমা স্ত্রীর মৃত্যু হয় বিষাক্ত মালিশ সেবন করে । আসলে তিনি ঐ খেয়েই আত্মহত্যা করেন ।


৯। " তখন দক্ষিণাচরণবাবুর মুখের ভাব একেবারে বদল হইয়া গেল ।" ভয়ের কিছু মাত্র চিহ্ন রহিল না ।" কখন দক্ষিণাচরণবাবুর মুখের ভাব বদল হয়ে গেল ? কেন ?


উত্তর:- যখন কাক ডেকে উঠল , দোয়েল শিস দিতে লাগল , মোষের গাড়ীর চাকার শব্দ শোনা গেল , যখন বোঝা গেল সকাল হয়ে গেছে , তখন দক্ষিণাচরণবাবুর ভয় ঘুচে গেল । রাতের বেলাতেই তার মনে অতি প্রাকৃতিক ভয় জাগে , দিনের বেলায় নয় ।


১০। "  নিশীথে " গল্পের শেষ বাক্যটি কী ?


উত্তর:- "  নিশীথে " গল্পের শেষ বাক্য টি হল " সেই দিন অর্ধ রাত্রে আবার আমার দ্বারে আসিয়া ঘা পড়িল , ডাক্তার ডাক্তার ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন