শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

কবিন্দ্র পরমেশ্বরের পরিচয় দাও প্রশ্নোত্তর

 

কবিন্দ্র পরমেশ্বরের পরিচয় দাও প্রশ্নোত্তর বাংলা অনার্স bengali honours kobindro promeshwar porichoy dao questions answer


              প্রশ্নের মান - ৫/৬




প্রশ্ন: কবিন্দ্র পরমেশ্বরের পরিচয় দাও ।

উত্তর:- বাংলা ভাষায় " মহাভারত " কাব্যের প্রথম অনুবাদক কবির পরিচিতি নিয়ে পন্ডিত মহলে নানা রকমের মতভেদ রয়েছে । প্রাচীনতম যে কবির অস্থতিত্ব সম্পর্কে নিরসংশয় প্রমান পাওয়া গেছে তিনি " পোরাগল মহাভারত " এর লেখক কবিন্দ্র পরমেশ্বর । কবিন্দ্র পরমেশ্বর সম্ভবত ষোড়শ শতকের প্রথম দু দশকের মধ্যে কাব্যটি রচনা করেছিলেন । কবিন্দ্রের মহাভারত টি খুবই সংক্ষিপ্ত । ব্যাসদেবের অনুসরণে মহাভারত টি আঠারোটি পর্বে বিভক্ত রচনারিতি বিরণ ধর্মী । কবি মূল কে এরিয়ে গিয়ে নতুন কাহিনী কল্পনার চেষ্টা করেননি বা অতিরঞ্জিত বর্ণনার আশ্রয় নেননি ।



[  ] পরাগলী মহাভারতের রচনার প্রধান লক্ষনীয় বিষয় - সচ্ছতা , প্রবহমানতা । কাব্যের মধ্যে পয়ার ও ত্রিপদী ছন্দের মসৃণ ব্যাবহার কবির ছন্দ কুশলতার পরিচায়ক । কাব্যর ভাষা মূলত সাধু ভাষার ওপর প্রতিষ্ঠিত । তৎসম শব্দের প্রাচুর্য আছে , আছে স্থানীয় উপভাষার কিছু শব্দ গুচ্ছ । তবে এর ভাষাভঙ্গী সরল হলেও কাব্য গুন , মূল মহাভারতের কোনও আস্বাদ এর থেকে পাওয়া যায় না ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন