প্রশ্নের মান - ১/২
১। কাশীরাম দাস ছাড়া মহাভারতের দুজন অনুবাদকের নাম লেখো ?
উত্তর:- কাশীরাম দাস ছাড়া মহাভারতের দুজন অনুবাদকের নাম হল - কবিন্দ্র পরমেশ্বর ও শ্রীকর নন্দী ।
২। কবিন্দ্র পরমেশ্বর কার সভাকবি ছিলেন ?
উত্তর:- কবিন্দ্র পরমেশ্বর বাংলার সুলতান হুসেন শাহের সেনাপতি লস্কর পরাগল খাঁর সভাকবি ছিলেন ।
৩। পরমেশ্বরের উপাধি কি ছিল ?
উত্তর:- পরমেশ্বর উপাধি ছিল কবিন্দ্র ।
৪। পরমেশ্বর কোন সময়ে মহাভারত রচনা করেন ?
উত্তর:- পরমেশ্বর হুসেন শাহের গৌড় সিংহাসন লাভের সময় ( ১৪৯৩ ) থেকে তাঁর পুত্র নুসরত শাহের রাজত্ব কালের মধ্যে ( ১৫৩২ ) মহাভারত রচনা করেন ।
৫। কার আদেশে শ্রীকর নন্দী মহাভারতের অনুবাদ করেন
উত্তর:- পড়াগল খাঁর মৃত্যুর পর তার ছেলে ছুটি খাঁর আদেশে শ্রীকর নন্দী মহাভারতের অনুবাদ করেন ।
৬। শ্রীকর নন্দী কোথাকার লোক ছিলেন ?
উত্তর:- শ্রীকর নন্দী চট্টগ্রামের লোক ছিলেন ।
৭। শ্রীকর নন্দী কোন মহাভারতের অনুবাদ করেন ?
উত্তর:- শ্রীকর নন্দী বেদব্যাসের মহাভারত পরিত্যাগ করে জৈমিনি ভারত অবলম্বনে মহাভারতের অর্ষমেধ পর্ব অনুবাদ করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন