কৃষ্ণ দাস কবিরাজের চৈতন্যে চরিতামৃত সম্পর্কে আলোচনা করো প্রশ্নোত্তর
প্রশ্নের মান ৫/৬
প্রশ্ন: কৃষ্ণ দাস কবিরাজের চৈতন্যে চরিতামৃত সম্পর্কে আলোচনা করো ।
উত্তর:- চৈতন্যেচরিতামৃতের রচয়িতা কৃষ্ণ দাস কবিরাজ । গ্রন্থ টি তিনটি লীলায় বিভক্ত । যথা আদীলীলা , মধ্যলীলা , অন্তলীলা । কৃষ্ণ দাস যখন এই গ্রন্থ টি লিখেছেন চৈতন্যেদেব তার ৪০ বছর আগে দেহ রেখেছেন । এমনকি এই গ্রন্থ টি লেখার সময় বৃন্দাবনের ৬ গোস্বামীদের একজনও বেচেঁছিলেন না । কৃষ্ণ দাস কবিরাজ নিজে বলেছেন এই গ্রন্থ লেখা হয়েছে বৃন্দাবন দাসের গ্রন্থের পরিপুক হিসেবে । আদি লীলায় ১৭ টি পরিচ্ছেদ আছে তার মধ্যে প্রথম ১২ টি পরিচ্ছেদ শুধু মুখবন্ধ ; যেখানে বন্দনা , মঙ্গলা চরণ , চৈতন্যে নিত্য নন্দ - অধ্যেত্বতত্ত্ব বর্ননা , ভক্ত ভাব স্বরূপ ভোক্তাবতার , ভক্ত - ভক্তশলি এই পঞ্চতত্ত্বের নিরূপণ এগুলি মুখ বন্ধের বিষয় । আদি লীলার শেষ পাঁচ পরিচ্ছেদে চৈতন্যের বাল্য লীলা , পৌগন্ডলীলা , কৈশোর লীলা ও যৌবন লীলা খুব সংক্ষেপে বলা হয়েছে । মধ্য লিলাতে ২৫ টি পরিচ্ছেদ আছে যার প্রথম দুই পরিচ্ছেদে চৈতন্যের শেষ লীলার পূর্বাভাস দেওয়া আছে । এছাড়া সন্ন্যাস গ্রহণ , লীলাচলে প্রত্যাবর্তন , বৃন্দাবন গমন , কাশীতে ভক্তি প্রচার অর্থাৎ সন্ন্যাস গ্রহণের পর থেকে ৫ বছরের বিবরণ মধ্য লীলাতে আছে । অন্ত লীলায় ২০ টি পরিচ্ছেদ আছে যেখানে চৈতন্যদেবের মহাভাব বর্ণিত হয়েছে এবং মহাপ্রভু রচিত " শিক্ষাস্টক " কে ব্যাখ্যা করা হয়েছে । " চৈতন্যেচরীতামৃত " শুধুমাত্র জীবনী গ্রন্থ নয় তত্ত্ব গ্রন্থ ও বটে । চৈতন্যর জীবন কথার সঙ্গে চৈতন্য অবতাত্ত্ব কথা অঙ্গাঙ্গীভাবে বর্ণিত হয়েছে । এছাড়া বিবিধ সংস্কৃত গ্রন্থ থেকে এবং গৌড়ীয় বৈষ্ণব দর্শন মূলক গ্রন্থ থেকে উদ্ধতি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ দাস কবিরাজ বৃন্দাবন দাসের মত প্রধান ভক্তির আবেশ নিয়ে চৈতন্যচরিত লেখেননি ; ঐতিহাসিক তত্ত্ব , রশগতা , দার্শনিক তত্ত্ব বিচার সব দিক দিয়ে " চৈতন্যেচরীতামৃত " জীবনী গ্রন্থ হিসেবে আমাদের কাছে ধরা দিয়েছে ।
কোন মন্তব্য নেই