বুধবার, ১২ মে, ২০২১

শিবায়ন কাব্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

শিবায়ন কাব্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা অনার্স প্রশ্নোত্তর bengali honours shibayon kabbo oti sonkhipto questions answer

                 প্রশ্নের মান - ১/২


১। শিবায়ন কাব্য কাদের কাহিনী বর্ণিত হয়েছে ?


উত্তর:- শিবায়ন কাব্য শিব দুর্গার কাহিনী বর্ণিত হয়েছে ।


২। শিবায়ন কাব্য শিবের কোন চিত্রটি ফুটে উঠেছে ?


উত্তর:- শিবায়ন কাব্য কৃষাণ শিবের চিত্রই বেশী ফুটে উঠেছে ।


৩। পুরাণে শিব কে কোন জাতির দেবতা বলা হয়েছে ?


উত্তর:- পুরাণে শিব কে শবর - পুলিন্দ - বর্বর জাতির দেবতা বলা হয়েছে ।


৪। কোনো কোনো পুরান কার শিব কে কাদের গ্রাম্য দেবতা বলেছেন ?


উত্তর:- কোনো কোনো পুরান কার শিব কে শূদ্রদের গ্রাম্য দেবতা বলেছেন ।


৫। বেদে শিব কী হন ?


উত্তর:- বেদে শিব রুদ্র হন 

৬। পুরাণে শিব কি হন ?


উত্তর:- পুরাণে শিব শিবশঙ্কর হন ।


৭। শিব কোন শাস্ত্রের প্রবক্তা ?


উত্তর:- শিব আগমশাস্ত্রের প্রবক্তা ।


৮। মধ্য যুগের একটি পুরুষ মঙ্গলকাব্যের নাম কি ?


উত্তর:- শিবায়ন কাব্য


৯। শিবায়ন কোন শতাব্দীর সাহিত্য ?


উত্তর:- সপ্তদশ শতাব্দীর ।


১০। শিবায়ন কাব্যর জনপ্রিয়তা কোন শতাব্দীতে প্রকাশ পায় ?


উত্তর:- অষ্টাদশ শতাব্দীতে ।

১১। সপ্তদশ শতাব্দীর দুজন শিবায়ণ কবির নাম ?


উত্তর:- শঙ্কর কবিচন্দ্র , রামকৃষ্ণ রায় ।


১২। শিবায়ন কাব্যর শ্রেষ্ট কবি কে ?


উত্তর:- রামেশ্বর ভট্টাচার্য ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন