রামকৃষ্ণ রায় এর কবি প্রতিভা আলোচনা করো প্রশ্নোত্তর
প্রশ্নের মান - ৫/৬
প্রশ্ন: রামকৃষ্ণ রায় এর কবি প্রতিভা আলোচনা করো ?
উত্তর:- শিবায়ন কাব্যর একটি উল্লখযোগ্য কবি রামকৃষ্ণ কবিচন্দ্র । প্রতিভায় তিনি সমসাময়িক অনেক কবির চেয়ে শ্রেষ্ট , রুচিতে তিনি অনিন্দ্য গুণের অধিকারী , পরিমাণ - সামজ্জস্য তাকে বিশেষ প্রসংশা করতে হয় । বাংলাদেশে যদি কোনো গ্রাম্য মঙ্গল কাব্য কে পুরাণের সীমানায় তুলে ধরতে প্রয়াস করে থাকেন , তবে তিনি হলেন শিব মঙ্গলের কবি পন্ডিত রামকৃষ্ণ রায় ।
[ ] কবি তার কাব্য কে " শিবমঙ্গল " আখ্যা দিয়েছেন । এতে কাশী খন্ড , হরিবংশ , বালিকা পুরান , বৃহন্নরদিয় পুরান , মহাভারত , স্কন্দ পুরান , যে সমস্ত সংস্কৃত গ্রন্থে শিবের প্রসঙ্গ আছে সেখান থেকে তিনি কাহিনী গ্রহণ করেছেন , কালিদাসের কুমারসম্ভবের প্রভাবও তাঁর কাব্য বিশেষ ভাবে লক্ষ করা যায় । ২৬ ই পালায় বিভক্ত " শিবমঙ্গল " এ কবি সৃষ্টি তত্ত্ব , কালবিভাগ , তীর্থ মাহাত্ম্য প্রভৃতি ভূমিকার পর মূল কাহিনী গ্রন্থ নে অগ্রসর হয়েছেন । সতীর দেহত্যাগ , যজ্ঞ ভঙ্গ , কালিদাসের কুমারসম্ভবের প্রভাবে মহাদেবের তপভঙ্গ , মদন ভস্ম , পার্বতীর সুকঠোর তপস্যা এবং মহাদেব পার্বতীর পরিণয় বর্ণিত করেছেন । তারপর কবি মূল কাহিনী ছেড়ে কয়েকটি পৌরাণিক শাখা কাহিনী বর্ণনা করেছেন । যেমন - পুরানক্ত মনসার কাহিনী , অন্ধকবি , পরশুরাম রাবণের গল্প , ঊষা অনিরুদ্ধের প্রণয় কাহিনী , বানের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ , বানের পক্ষে মহাদেবের যোগদান , পরিশেষে হরিহরের মিলন - এবং ঊষা অনিরুধের বিবাহে কাব্য সমাপ্ত করেছেন । এই উপকাহিনি গুলি ক্ষিনসুত্রে মূল কাহিনীর সঙ্গে সম্পৃক্ত ।
[ ] ধর্ম মতের দিক থেকেও তিনি পুরাণের আদর্শ অনুসরণ করে হরিহণের অভেদত্ব প্রমাণ করেছেন । এদিক দিয়ে তার ধর্মবোধ বিশেষ উদার বলে মনে হয় । পরিশেষে অর একটি কথা উল্লেখ করে তার প্রসঙ্গ সমাপ্ত করবো । কবির কাব্যের একাধিক স্থলে চমৎকার দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে । যথা " পার্বতী ভাগীরথী স্নান করতে গেলেন , এমন সময়ে শঙ্কর মনের দুঃখে নারদ কে কহিতেছেন , " অবধান করহ । " কিংবা অন্তঃপর তারা প্রভৃতি দেবতারা সকল শিবের করে প্রহেলিকা প্রবন্ধে গৌরীকে সম্পর্ন করিয়া কথোপকালে পালন করিয়া হরফে ইঙ্গিত করিতেছেন , " আধান করহ ।" এ গদ্যে একেবারে আধুনিক গদ্য । যারা মনে করেন , ফোট উইলিয়াম কলেজের পন্ডিত মুন্সীরা বাংলা গদ্য সৃষ্টি করেছেন , তারা রাম কৃষ্ণের এ গদ্য রীতি দেখলে পূর্বমত পরিত্যাগ করতে বাধ্য হবেন ।
কোন মন্তব্য নেই