মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

অন্নদামঙ্গল কাব্য অনুসরণে হর পার্বতী বিবাহ অনুষ্ঠানের বর্ণনা করো । " এ রূপে গীরিশে গীরি গৌরী দান দিলা " - এ খানে " গিরিশ " ও " গিরি " কে কে

 

বাংলা অনার্স অন্নদামঙ্গল কাব্য অনুসরণে হর পার্বতী বিবাহ অনুষ্ঠানের বর্ণনা করো । " এ রূপে গীরিশে গীরি গৌরী দান দিলা "  - এ খানে " গিরিশ " ও " গিরি " কে কে প্রশ্নোত্তর bangla honours onnoda mongol  horo parbotir bibaho onushthan bornona Koro girish giri ke ke Questions answer



                     প্রশ্নের মান - ৫/৬



প্রশ্ন : অন্নদামঙ্গল কাব্য অনুসরণে হর পার্বতী বিবাহ অনুষ্ঠানের বর্ণনা করো । " এ রূপে গীরিশে গীরি গৌরী দান দিলা "  - এ খানে " গিরিশ " ও " গিরি " কে কে ?

উত্তর:- শুভক্ষণে বিবাহ আরম্ভ হল । বরকে দেখে স্বয়ং হিমালয়ও  হতবুদ্ধি হলেন । ভুল করে বরের আসনেই বসে পড়েন । শিবও তখন গিরিরাজের আসনে বসে পড়েন । ব্রহ্মা তখন সেটাকেই একটা নিয়ম বলে চালালেন । বিবাহে প্রাক্কালে পুরোহিত শিবের বংশ পরিচয় জানতে চাইলে শিব তার উত্তর দিতে পারলেন na । তখন ব্রহ্মা তার পরিচয় দিলেন । এরপর শুরু হল স্ত্রী আচার । কেশবের পরামর্শে নারদ গরুড় কে সেখানে এনে উপস্থিত করালো । ফলে যে সাপটি কটিবদ্ধের মতো শিবের বাঘছালটি খসে পড়ল । শিব উলঙ্গো হয়ে পড়লেন 


           " বাঘছাল খসিল উলঙ্গো  হৈলা হর 

              এয়োগন বলে উমা এ কেমন বর ।।    

           মেনকা দেখিলা চেয়ে জামাই লেঙ্গটা 

          নীবায়ে প্রদীপ দেয় টানিয়া ঘোমটা "।।


কিন্তু প্রদীপ নিভে গেলেও শিবের তৃতীয় নয়ন থেকে আলো বিচ্ছুরিত হয়ে সব কিছু স্পষ্ট করে তুলল । আর সেই সময় রসিকতা করে নারদ মেনকা কে বলেছে 


            " শুন শুন এয়াগন ব্যাস্ত কেন হও ।

          কেমন জামাই পেলে বুঝে শুছে লও ।।"


কিন্তু নারদের কথা শুনে মহাক্রধে মেনকা নারদ কে গালাগালি দিয়ে বললেন 


      " ওরে বুড়া আটকুরা নারদ অল্পেয়ে 

            হেন বর আনিলি চক্ষু খেয়ে ।।"



তখন মহামায়া পার্বতী জননীসহ অন্যদের শিব নিন্দা বন্ধ করতে মায়া সৃষ্টি করে শিবের মহনরুপ দেখালেন । সবাই তা দেখে মুগ্ধ হলেন এবং আনন্দের সঙ্গে হর গৌরীর বিবাহ দিলেন । তারপর " উমা লয়ে উমাপতি গেলেন কৈলাসে ।" 



এ খানে গিরিশ হলেন মহাদেব গিরি হলেন উমার পিতা হিমালয় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন