অন্নদামঙ্গল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। অন্নদামঙ্গল কাব্য কত খ্রি : রচিত হয় ?
উত্তর:- অন্নদামঙ্গল কাব্য ১৭৫২ - ৫৩ খ্রি : রচিত হয় ।
২। অন্নদামঙ্গল কাব্য ছাড়া আরও দুটি মঙ্গল কাব্যের নাম লেখো ?
উত্তর:- অন্নদামঙ্গল কাব্য ছাড়া আরও দুটি মঙ্গল কাব্যের নাম - মনসা মঙ্গল , চন্ডী মঙ্গল ।
৩। অন্নদামঙ্গল কে রচনা করেন ?
উত্তর:- অন্নদামঙ্গল রচনা করেন ভারতচন্দ্র ।
৪। কবি ভারতচন্দ্র কত খ্রি : কোথায় জন্ম গ্রহণ করেন ?
উত্তর:- ভারতচন্দ্র ১৭১২ খ্রি : হাওড়া জেলার অন্তর্গত ভূরসুট পরগনার পেরো গ্রামে ।
৫। ভারতচন্দ্রের পিতার নাম লেখো ?
উত্তর:- নরেন্দ্রনারায়ণ মুখোপাধ্যায়
৬। ভারতচন্দ্রের তিন ভ্রাতার নাম কি ?
উত্তর:- চতুর্ভুজ রায় , অর্জুন রায় , দয়ারাম রায় ।
৭। ভারতচন্দ্রের তিন পুত্রের নাম কি ?
উত্তর:- পরীক্ষিত , রামতনু , ভগবান ।
৮। ভারতচন্দ্রের প্রথম রচনার নাম কি ? এটি কত খ্রি: প্রকাশিত হয় ?
উত্তর:- ভারতচন্দ্রের প্রথম রচনার নাম " সত্যপীরের পাঁচালী " ।
এটি ১৭৩৮ খ্রি : প্রকাশিত হয় ।
৯। ভারতচন্দ্রের পূর্ন জীবনী কে রচনা করেন ?
উত্তর:- ভারতচন্দ্রের পূর্ন জীবনী রচনা করেন ঈশ্বর গুপ্ত ।
১০। ভারতচন্দ্রের মৃত্যু সাল উল্লেখ করো ?
উত্তর:- ভারতচন্দ্রের মৃত্যু সাল হল ১৭৬০ খ্রি : ।
১১। অন্নদামঙ্গল কাব্য ক টি খন্ডে বিভক্ত এবং কী কী ?
উত্তর:- অন্নদামঙ্গল কাব্য তিনটি খন্ডে বিভক্ত । যথা - অন্নদামঙ্গল , কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর , অন্নপূর্ণা মঙ্গল বা মানসিংহ ।
১২। কবি ভারতচন্দ্রকে কে এবং কি উপাধিতে ভূষিত করেন ?
উত্তর:- মহারাজা কৃষ্ণচন্দ্র " রায়গুনাকর " উপাধিতে ভূষিত করেন ।
১৩। রাজা কৃষ্ণচন্দ্র কোথাকার রাজা ছিলেন ?
উত্তর:- রাজা কৃষ্ণচন্দ্র নদীয়ার রাজা ছিলেন ।
১৪। রাজা কৃষ্ণচন্দ্রের দুজন সভাকবির নাম লেখো ?
উত্তর:- রাজা কৃষ্ণচন্দ্রের দুজন সভাকবির নাম - ভারতচন্দ্র ও রামপ্রসাদ ।
১৫। অন্নদামঙ্গল কাব্য দুটি মানবিক চরিত্রের নাম লেখো ?
উত্তর:- অন্নদামঙ্গল কাব্য দুটি মানবিক চরিত্রের নাম " ঈশ্বরপাটনী " " ভবানন্দ মজুমদার " ।
১৬। কবি ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যের প্রথমে কোন দেবতার বন্দনা করেছেন ?
উত্তর:- কবি ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যের প্রথমে গণেশ বন্দনা করেছেন ।
১৭। চতুর্বর্গ কি কি ?
উত্তর:- ধর্ম , অর্থ , কাম ও মোক্ষ কে একত্রে চতুর্বর্গ বলে ।
১৮। শিবের দুটি নাম উল্লেখ করো ?
উত্তর:- শিবের দুটি নাম হল শঙ্কর , গিরিসুতাপ্রিয়তম ।
১৯। হিমকর শেখর কার অপর নাম ?
উত্তর:- হিমকর শেখর শিবের অপর নাম ।
২০। সূর্যের স্ত্রীর নাম কি ?
উত্তর:- সংজ্ঞা ও ছায়া ।
২১। বিষ্ণুর বাহনের নাম কি ?
উত্তর:- বিষ্ণুর বাহনের নাম গরুড় ।
২২। সরস্বতীর অপর নাম কী ?
উত্তর:- সরস্বতীর অপর নাম বাগীশা ।
২৩। পিঠমালার অর্থ কি ?
উত্তর:- পিঠমালার অর্থ সাধনার আসন ।
২৪। কয়েকটি উপপিঠের নাম লেখো ?
উত্তর:- কালীঘাটে অন্নপূর্ণা , বারাণসীর বিশালক্ষী , উত্তরায় উত্তরীনা , বৃন্দাবনে কুমারী , লঙ্কায় ইন্দ্রাক্ষী , চন্ডীদ্বীপে চক্রধারিনি ইত্যাদি ।
২৫। কাশী কোথায় স্থান নিয়েছে ?
উত্তর:- আনন্দ কাননে ।
২৬। বসুন্ধর কে ?
উত্তর:- কুবেরের অনুচর ।
২৭। বসুন্ধর কার গর্ভে জন্ম নিয়েছিলেন ?
উত্তর:- পদ্মিনীর গর্ভে ।
২৮। ব্যাস কতদিন উপবাস দিয়ে আছে ?
উত্তর:- তিনদিন ।
২৯। কে নতুন কাশী নির্মাণ করতে চেয়েছিলেন ?
উত্তর:- ব্যাস ।
৩০। ব্যাসদেব কে অন্নদা কীভাবে ছলনা করেছিল ?
উত্তর:- জরতী বেশে ।
৩১। ব্যাস নতুন কাশী নির্মাণ করায় অন্নদা কি জিজ্ঞাসা করেছিল ?
উত্তর:- অন্নদা জিজ্ঞাসা করেছিল এখানে মরিলে কি হয় ।
৩২। জরতী বেশে অন্নদা ব্যাসে কাছে কতবার যাতায়াত করলেন ?
উত্তর:- পাঁচ ছয় সাত বার ।
৩৩। বসুন্ধর কী নামে ভূমিষ্ট হল ?
উত্তর:- হরিহর নাম নিয়ে বসুন্ধর ভূমিষ্ট হল ।
৩৪। ভবানন্দ মজুমদার কে ?
উত্তর:- রাজা কৃষ্ণচন্দ্রের পূর্ব পুরুষ ।
৩৫। মর্ত্য অন্নপূর্ণা পূজা প্রচার করেছিলেন কে ?
উত্তর:- ভবানন্দ ।
৩৬। ভবানন্দ মজুমদার কোথায় কাদের সন্তান রুপে জন্ম গ্রহণ করেন ?
উত্তর:- কুবের পুত্র নলকুবের মর্ত্য আন্দুলিয়া গ্রামের ব্রাহ্মণ বংশে রামসমাদ্দার ও সীতাঠাকুরানীর সন্তান রুপে জন্ম গ্রহণ করেন ভবানন্দ মজুমদার ।
৩৭। ভারতচন্দ্র কোন শতকের কবি ?
উত্তর:- ভারতচন্দ্র অষ্টাদশ শতকের কবি ।
৩৮। কে অন্নদামঙ্গল কে রাজকন্ঠের মনিমালার সঙ্গে তুলনা করেছেন ?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর অন্নদামঙ্গল কে রাজকন্ঠের মনিমালার সঙ্গে তুলনা করেছেন ।
৩৯। অন্নদামঙ্গলের বন্দনা অংশে কোন কোন দেবীর বন্দনা হয়েছে ?
উত্তর:- মোট আটজন দেবীর বন্দনা করা হয়েছে যথা - গণেশ , শিব , সূর্য , বিষ্ণু , কৌষকী , লক্ষী , সরস্বতী এবং অন্নপূর্ণা ।
৪০। বাংলা সাহিত্যে কাকে " যুগসন্ধির কবি " বলা হয় ?
উত্তর:- বাংলা সাহিত্যে ভারতচন্দ্র কে " যুগসন্ধির কবি " বলা হয় ।
৪১। দক্ষমুনি কে ?
উত্তর:- দক্ষমুনি ছিলেন ব্রহ্মার মানস পুত্র ।
৪২। প্রসূতি কে ?
উত্তর:- প্রসূতি হলেন দক্ষমুনির স্ত্রী ।
৪৩। দেবী মহামায়া বা সতী কার সন্তান ?
উত্তর:- দেবী মহামায়া বা সতী হলেন দক্ষের সন্তান ।
৪৪। দেবী সতী পুনরায় কার গৃহে জন্ম গ্রহন করেন ?
উত্তর:- দেবী সতী পুনরায় গিরিরাজ হিমালয়ের কন্যা রূপে জন্ম গ্রহন করেন ।
৪৫। মদন কে ? তার স্ত্রী কে ?
উত্তর:- মদন হল কামের দেবতা । তার স্ত্রীর নাম হল রতি ।
৪৬। হরিহর কয়বার বিবাহ করে ?
উত্তর:- হরিহর চারবার বিবাহ করে ।
৪৭। ঈশ্বর পাটনি দেবীর কাছে কী বর প্রাথনা করেছিল ?
উত্তর:- ঈশ্বর পাটনি দেবীর কাছে তার সন্তান যেন দুধে ভাতে থাকে এই বর প্রাথনা করেছিল ।
৪৮। সেউতি কি ?
উত্তর:- সেউতি হল নৌকার জলসেচক পাত্র ।
৪৯। ছয় রাগ কী কী ?
উত্তর:- ছয় রাগ হল - ভৈরব , শ্রী , মেঘ , হিন্দোল , মালকোষ , দীপক ।
৫০। দশ দিক কি কি ?
উত্তর:- উত্তর , দক্ষিণ , পূর্ব , পশ্চিম , ঈশান , অগ্নি , নৈঋত , বায়ু , উদ্ধঅধঃ ।
৫১। ত্রিগুন কি কি ?
উত্তর:- ত্রিগুন হল - সত্ব , রজ , তম ।
৫২। রাজা কৃষ্ণচন্দ্রের কটি পত্নী ছিল ?
উত্তর:- মহারাজ কৃষ্ণচন্দ্রের দুটি পত্নী ছিল ।
৫৩। সতীর দেহত্যাগের কথা শিবকে কে জানিয়েছিল ?
উত্তর:- নন্দী সতীর দেহত্যাগের কথা শিবকে জানিয়েছিল ।
৫৪। শিব ও উমার বিবাহে ঘটক কে ছিলেন ?
উত্তর:- নারদ ছিলেন শিব ও উমার বিবাহের ঘটক ।
৫৫। শিবের বিবাহে বড়কর্তা কে হন ?
উত্তর:- শিবের বিবাহে বড়কর্তা হন নারায়ণ ।
৫৬। হরিহরের দিন চলত কি করে ?
উত্তর:- ঘুঁটে বেঁচে হরিহরের দিন চলত ।
কোন মন্তব্য নেই