প্রশ্নের মান - ৫/৬
প্রশ্ন : শ্রীরামচন্দ্রের দুর্গোৎসব বর্ণনা করো ।
উত্তর:- ভগবান ইন্দ্র ও ব্রহ্মার কাছে রাম রাবণকে বধ করার উপায় জানতে চাইলে ভগবান ইন্দ্র ও ব্রহ্মা রামকে বলে দেবী দূর্গার মূর্তি নির্মাণ করে পুজো করে সন্তুষ্ট করতে পারলেই রাবণকে সংহার করতে পারবে । ফলে ব্রহ্মার কথামত রাম প্রভাত হওয়ার আগে স্নান করে পুষ্প ফলমূল সংগ্রহ করে নিয়ে সমুদ্রের কুলে গিয়ে দেবীর অর্চনা শুরু করে । বানর সৈন্যরা সকলে নিত্যগীত সহকারে দেবী দূর্গার জয়ধ্বনি দিতে থাকে । এই ভাবে সারাদিন কেটে গিয়ে সন্ধ্যা উপস্থিত হলে রাম দেবীর বোধন করে দেবীকে আমন্ত্রণ জানায় । তারপর রামচন্দ্র নিজে হাতে দেবী দূর্গার মূর্তি নির্মাণ করে ।
Rabon kon ritute devir puja koren
উত্তরমুছুন