ভবানন্দের পরিচয় দাও । বৃদ্ধকালে হরিহরের স্ত্রীর নাম কি ? ও তার দাসীর নাম কি ছিল
প্রশ্নের মান - ৫/৬
প্রশ্ন :- ভবানন্দের পরিচয় দাও । বৃদ্ধকালে হরিহরের স্ত্রীর নাম কি ? ও তার দাসীর নাম কি ছিল ?
উত্তর:- যুগসন্ধির কবি ভারতচন্দ্র রায়গুনাকর বিরচিত " অন্নদামঙ্গল " কাব্য দেবী অন্নদা পূজা প্রচারের জন্য শাপ দিয়ে প্রথমে বসুন্ধর হরিহর নামে এবং পড়ে কুবের পুত্র নলকুবের কে ভবান্দ নামে মর্ত্যে পাঠান । এই ভবানন্দের দুটি পরিচয় । প্রথম পরিচিত তিনি কুবেরের পুত্র । দ্বিতীয় পরিচয় তিনি গাঙ্গিনী নদীর পূর্বকুলে আন্দুলিয়া গ্রাম নিবাসী রাম সমাদ্দার , যিনি শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ও তার গৃহিণী সত্য ঠাকুরানী , পুত্র ভবানন্দ ।
[ ] " অন্নদামঙ্গল " কাব্য ভবানন্দ একটি ঐতিহাসিক চরিত্র । ইনি কবিপষ্ঠা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বপুরুষ । ভবানন্দের দুই স্ত্রী । চন্দ্রমুখী ও পদ্মমুখী । তিন পুত্র - গোপাল , গোবিন্দ ও শ্রীকৃষ্ণ । দেবী অন্নদা হরিহরের ঘর ছেড়ে ভবানন্দের ঘরে গিয়েছিলেন এবং দেবীর কৃপায় তার ধন সম্পদ কলেবরে বৃদ্ধি পেয়েছিল ।
[ ] বৃদ্ধ বয়সে হরিহর সোহাগী কে বিবাহ করেছিল । সোহাগীর দাসীর নাম লকলকী ।
কোন মন্তব্য নেই