শুক্রবার, ১৪ মে, ২০২১

নাথ ধর্ম ও সাহিত্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

নাথ ধর্ম ও সাহিত্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা অনার্স bengali honours questions answer naath dhormo o sahitya oti songkhipto questions answer

                    প্রশ্নের মান - ১/২

   

১। প্রধান চারটি ধর্মসম্প্রদায়ের নাম লেখক ?


উত্তর:- প্রধান চারটি ধর্মসম্প্রদায়ের নাম হল - শাক্ত , শৈব , বৌদ্ধ ও বৈষ্ণব ।


২। কোথায় শৈবনাথ সম্প্রদায় এখনও বর্তমান ?


উত্তর:- বাংলাদেশে এখনও শৈব এবং নাথ সম্প্রদায় আছে ।


৩। শৈব নাথ সম্প্রদায় কি নামে পরিচিত ?


উত্তর:- " যুগী " ।


৪। ' যুগী ' শব্দ টি কোন শব্দ থেকে এসেছে ?


উত্তর:- " যুগী " শব্দ টি " যোগী " শব্দ থেকে এসেছে ।


৫। দশম শতাব্দীতে কোথায় কোথায় নাথ সম্প্রদায়ের প্রভাব দেখা গিয়েছিল ?


উত্তর:-  দশম শতাব্দীতে সারা উত্তর ভারতে এবং পশ্চিম ভারতে নাথ সম্প্রদায়ের প্রভাব দেখা গিয়েছিল ।

৬। দশম - দ্বাদশ শতাব্দীতে নাথ সাহিত্যেকে কেন্দ্র করে কী কী রচিত হয়েছিল ?


উত্তর:- ময়নামতীর গান , গোপিচন্দ্রের গান , গোরক্ষ বিজয়  প্রভৃতি ছড়া গান ও আখ্যান কাব্য এই শতাব্দীতে রচিত হয়েছিল ।


৭। কবি ভীমসেনের উপাধি কি ছিল ?


উত্তর:- কবি ভীমসেনের উপাধি ছিল কবিন্দ্র ।


৮। জলন্ধরের দুজন শিষ্যর নাম লেখো ?


উত্তর:- কানিফা , ময়নামতি ।


৯। " গোরক্ষবিজয় " ও  " গোখবিজয় " এর রচয়িতার নাম লেখো ?


উত্তর:- " গোরক্ষবিজয় "  এর রচয়িতা হলেন শেখ ফয়জুল্লার ।  " গোখবিজয় " এর রচয়িতা হলেন ভীমসেন ।


১০। " মীনচেতন " কার লেখা ?


উত্তর:- শ্যাম দাস সেন ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন