সোমবার, ১৭ মে, ২০২১

চৈতন্যজীবনী ও চৈতন্যপ্রভাব অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

চৈতন্যজীবনী ও চৈতন্যপ্রভাব অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা অনার্স প্রশ্নোত্তর bengali honours questions answer choitonnojiboni o choitonno provab oti songkhipto questions answer


                প্রশ্নের মান - ১/২



১। বাংলা সাহিত্যে কোন চরিত্রদর্শকে কেন্দ্র করে প্রথম জীবনী সাহিত্যর উদ্ভব ?


উত্তর:- শ্রীচৈতন্যর জীবন কথা কে অবলম্বন করে । 


২। বাংলা ভাষায় লেখা প্রথম জীবনী সাহিত্যর নাম কি ?


উত্তর:- বৃন্দাবন দাস বীরোচিত চৈতন্য ভাগবত ।


৩। প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কোন ভাষায় রচিত ?


উত্তর:- সংস্কৃত ভাষায় ।


৪। সংস্কৃত ভাষায় চৈতন্য জীবনী কার দের নাম কী ?


উত্তর:- মুরারী গুপ্ত , স্বরূপ দামোদর , কবি কর্নপুর ।


৫। সংস্কৃত ভাষায় রচিত চৈতন্য জীবনী গ্রন্থের সংখ্যা ক টি ?


উত্তর:- চার টি ।

৬। শ্রীচৈতন্যদেব কত খ্রি: কোথায় জন্ম গ্রহণ করেন ?


উত্তর:- শ্রীচৈতন্যদেব ১৪৮৬ খ্রি: ( ১৪০৭ শকাব্দ ) ফাল্গুনী পূর্ণিমার সময় নদীয়া জেলার নবদ্বীপে জন্ম গ্রহণ করেন ।


৭। শ্রীচৈতন্যদেবের আদি নিবাস কোথায় ছিল ?


উত্তর:- শ্রীচৈতন্যদেবের আদি নিবাস ছিল শ্রীহঠ । 


৮। শ্রীচৈতন্যদেব কার কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন ?


উত্তর:- মাধবেন্দ্র পুরীর শিষ্য শ্রীপাদ ইশ্বর পুরীর কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন ।


৯। সন্ন্যাস গ্রহণের পর শ্রী গৌরাঙ্গ কোন নামে পরিচিত হল ? নামটি কে দেন ?


উত্তর:- শ্রী চৈতন্য নামে । শ্রী কেশব ভারতী দেন ।


১০। শ্রীচৈতন্যর তিরোধান কত খ্রিস্ট: হয় ?


উত্তর:- ১৫৩৩ খ্রিস্ট: ২৯ শে জুন ( ১৪৫৫ শকাব্দ ৩১ শে আশার )

১১। শ্রীচৈতন্যকে অবতারের স্বীকৃতি প্রথম দেন ?


উত্তর:- অদ্বৈত আচার্য ।


১২। নীলা চলে অবস্থান কালে শ্রীচৈতন্যর দুই ভক্তের নাম কি ?


উত্তর:- স্বরূপ দামোদর ও রায় রামানন্দ ।


১৩।  চৈতন্য ভাগবতের প্রথম নাম কি ছিল ?


উত্তর:- চৈতন্য মঙ্গল 


১৪। বাংলা ভাষায় বিরচিত সর্বশ্রেষ্ট চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি ?


উত্তর:- কৃষ্ণদাস কবিরাজ বিরচিত - শ্রীচৈতন্যচরিতামৃত ।


১৫। কৃষ্ণদাস কবিরাজ কবে কোথায় জন্মগ্রহণ করেন ?


উত্তর:- ষোড়শ শতকের প্রথমাধে বর্ধমান জেলার ঝামোট পুর গ্রামে বৈদ্য বংশে জন্ম গ্রহণ করেন ।

১৬। কৃষ্ণদাস মোট কয়খানি গ্রন্থ রচনা করেন ?


উত্তর:- তিনখানি । সংস্কৃতে দুটি এবং বাংলায় একটি ।


১৭। কৃষ্ণদাস কার নির্দেশে বৃন্দাবন যাত্রা করেন ?


উত্তর:- একদিন রাত্রে গুরু নিত্যানন্দের স্বপ্না দেশ পেয়ে পৌড কবি বৃন্দাবন যাত্রা করেন ।


১৮। কৃষ্ণদাস কাদের নিদেশে গ্রন্থ রচনায় ব্রতী হন ?


উত্তর:- বৃন্দাবনের শরোগৌস্বামী নির্দেশে ।


১৯। গ্রন্থ রচনার সময় কবি কৃষ্ণদাস কবিরাজ এর বয়স কত ছিল ?


উত্তর:- কবি ছিলেন অশীতিপর বৃদ্ধ ।


২০। বৃন্দাবনের শ্রেষ্ঠ ছয় গৌস্বামীর নাম কি ?


উত্তর:- শ্রীরুপ , সনাতন , রঘুনাথ , শ্রীজীব , গোপাল ভট্ট , দাস রঘুনাথ ।

২১। গ্রন্থ রচনা করতে কৃষ্ণদাস কবিরাজের কত সময় লেগেছিল ?


উত্তর:- অমানুষিক অধ্যবসায়ের সঙ্গে দীর্ঘ নয় বৎসর পরিশ্রম লেগেছিল ।


২২। কৃষ্ণদাসের জীবনী জানার জ্ঞাতব্য গ্রন্থ কি ?


উত্তর:- কৃষ্ণদাসের শিষ্য মুকুন্দ দেব গোস্বামীর " আনন্দরত্নাবলি  গ্রন্থ"  ।


২৩। শ্রীচৈতন্য চরিতামৃতের রচনাকাল কোন সময় ?


উত্তর:- ষোড়শ শতাব্দীর শেষ পাদে বা সপ্তম শতাব্দীর প্রথম ভাগে ।


২৪।  শ্রীচৈতন্য চরিতামৃত ক টি খন্ডে বিভক্ত ও কি কি ?


উত্তর:- চরিতামৃত তিনটি খন্ডে বিভক্ত ।

( ক ) আদীলিলা ( খ ) মধ্য লীলা ( গ ) অন্তলীলা ।


২৫। কড়চা কথাটির অর্থ কি ?


উত্তর:- কড়চা কথাটির অর্থ " দিনলিপি " ।

২৬। কৃষ্ণদাসের পিতা ও মাতার নাম কি ?


উত্তর:- পিতার নাম ভগীরথ ও মাতার নাম সুনন্দা দেবী ।


২৭। কৃষ্ণদাসের ভাইয়ের নাম কি ?


উত্তর:- কৃষ্ণদাসের ভাইয়ের নাম শ্যাম দাস ।


২৮। চৈতন্য লীলার ব্যাস কে ?


উত্তর:- বৃন্দাবন দাস ।


২৯। শ্রীচৈতন্যর পিতা ও মাতার নাম কি ?


উত্তর:-  শ্রীচৈতন্যর পিতার নাম জগন্নাথ মিশ্র এবং মাতার নাম শচি দেবী ।


৩০। শ্রীচৈতন্যর ডাক নাম কি ছিল ?


উত্তর:- নিমাই ।

৩১।  নিমাই কোন পণ্ডিতের টোলে অধ্যয়ন করেছিলেন ?


উত্তর:- গঙ্গাধর পন্ডিতের টোলে ।


৩২। শ্রীচৈতন্যর দাদার নাম কি ছিল ?


উত্তর:- বিশ্বরূপ ।


৩৩। শ্রীচৈতন্যর প্রথমা পত্নীর নাম কি ?


উত্তর:- বল্লভাচার্যের কন্যা লক্ষীপ্রিয়া ।


৩৪। শ্রীচৈতন্যর দ্বিতীয় পত্নীর নাম কি ?


উত্তর:- সনাতন মিত্রের কন্যা বিষ্ণুপ্রিয়া ।

1 টি মন্তব্য: