শুক্রবার, ৭ মে, ২০২১

রামায়ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

রামায়ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বাংলা অনার্স bengali honours ramayan oti songkhipto questions answer


                   প্রশ্নের মান ১/২

১। রামায়নের আদি কবি কাকে বলা হয় ?

উত্তর:- বাল্মীকি কে ।

২। রামায়ণ ক টি কাণ্ডে বিভক্ত ও কী কী ? এবং ক টি শ্লোক আছে ?

উত্তর:- রামায়ণ সাত টি কাণ্ডে বিভক্ত । যথা - বাল কান্ড , অযোধ্যাকান্ড , অরণ্যকান্ড , কিস্নিন্ধা কান্ড , সুন্দর কান্ড , লঙ্কাকান্ড ও উত্তরকান্ড । রামায়ণে ২৮,০০০ শ্লোক আছে ।

৩। কৃত্তিবাসের রামায়ণ অনুবাদের নাম কী ?

উত্তর:-  কৃত্তিবাসের রামায়ণ অনুবাদের নাম শ্রীরামপাঁচালি ।

৪। কৃত্তিবাসের জন্ম কোন শতাব্দী তে ?

উত্তর:- কুলজী গ্রন্থের প্রমাণ থেকে মনে হয় কৃত্তিবাস চতুর্থ শতাব্দীর শেষের দিকে জন্ম গ্রহণ করেন ।

৫। কৃত্তিবাসের রামায়ণ কার উদ্যোগে কত খ্রি : প্রথম মুদ্রিত হয় ?

উত্তর:- শ্রীরামপুরের খ্রিস্টান মিশনের ড: উইলিয়াম কেরির উদ্যোগে ১৮০২ - ১৮০৩ খ্রি : মধ্যে কৃত্তিবাসী রামায়ন কয়েক খন্ডে সর্ব প্রথম মুদ্রিত হয় ।

৬। কৃত্তিবাস কোন ছন্দে বাল্মীকি রামায়নের মূল কাহিনী বিবৃত করেছেন ?

উত্তর:- কৃত্তিবাস সরল বাংলা পয়ার - ত্রিপদি ছন্দে বাল্মীকি রামায়নের মূল কাহিনী বিবৃত করেছেন ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন