Breaking News

গগনে অব ঘন মেহ দারুন সঘনে দামিনী চমকাই পদকর্তা কে ? কোন পর্যায়ের পদ ? তাৎপর্য কি ?

 

গগনে অব ঘন মেহ দারুন সঘনে দামিনী চমকাই পদকর্তা কে কোন পর্যায়ের পদ তাৎপর্য কি বাংলা সাম্মানিক অনার্স প্রশ্নোত্তর Bengali honours questions answer suggestions gogone obo ghono meho darun soghone


উত্তর :- রায়শেখর 

[   ] অভিসার ।

[   ] কৃষ্ণের উদ্দেশ্য অভিসারের জন্যে রাধা প্রস্তুতি নিয়েছেন । এমন সময় রাতের আকাশ বিদিন করে বর্ষার দুর্যোগ নেমে এলো । তারই বর্ণনা রাধিকা তার সখী কে দিচ্ছেন আকাশ এ খন নিদারুণ মেঘে সাচ্ছন্ন । আকাশের বুক চিরে ঘন ঘন বিদ্যুৎ চমকিত হচ্ছে । মাঝে মাঝে বজ্র পাতের শব্দ ও শোনা যাচ্ছে পৃথিবীর বুকে তা ঝন ঝন শব্দে প্রতি ধ্বনি হচ্ছে সঙ্গে যুক্ত হয়েছে দূত্র বেগে ধাবিত ঝোড়ো হাওয়ার মাতামাতি । মূলত এমন দুর্যোগে অভিসার যাত্রা সঙ্গত কিনা তা মতামত দিতে রাধা সখী কে জিজ্ঞাসা করেন ।

 

কোন মন্তব্য নেই