গগনে অব ঘন মেহ দারুন সঘনে দামিনী চমকাই পদকর্তা কে ? কোন পর্যায়ের পদ ? তাৎপর্য কি ?
প্রশ্নের মান :- ৫/৬
প্রশ্ন: গগনে অব ঘন মেহ দারুন সঘনে দামিনী চমকাই ।
কুলিশ পাতন শরদ ঝনঝন পবন খরতর বলগই ।।
পদকর্তা কে ? কোন পর্যায়ের পদ ? তাৎপর্য কি ?
উত্তর:- রায়শেখর
[ ] অভিসার ।
[ ] কৃষ্ণের উদ্দেশ্য অভিসারের জন্যে রাধা প্রস্তুতি নিয়েছেন । এমন সময় রাতের আকাশ বিদিন করে বর্ষার দুর্যোগ নেমে এলো । তারই বর্ণনা রাধিকা তার সখী কে দিচ্ছেন আকাশ এ খন নিদারুণ মেঘে সাচ্ছন্ন । আকাশের বুক চিরে ঘন ঘন বিদ্যুৎ চমকিত হচ্ছে । মাঝে মাঝে বজ্র পাতের শব্দ ও শোনা যাচ্ছে পৃথিবীর বুকে তা ঝন ঝন শব্দে প্রতি ধ্বনি হচ্ছে সঙ্গে যুক্ত হয়েছে দূত্র বেগে ধাবিত ঝোড়ো হাওয়ার মাতামাতি । মূলত এমন দুর্যোগে অভিসার যাত্রা সঙ্গত কিনা তা মতামত দিতে রাধা সখী কে জিজ্ঞাসা করেন ।
কোন মন্তব্য নেই