শুক্রবার, ৯ জুলাই, ২০২১

যাহা দেখিলাম , তাহা অত্যন্ত বিস্ময়কর । তুমি শুনিও না ।" বক্তা কে ? সে কি দেখেছে ? তা বিস্ময়কর কেন ?

 



                       প্রশ্নের মান - ৫/৬



প্রশ্ন : " যাহা দেখিলাম , তাহা অত্যন্ত বিস্ময়কর । তুমি শুনিও না ।" বক্তা কে ? সে কি দেখেছে ? তা বিস্ময়কর কেন ?



উত্তর:- " যাহা দেখিলাম , তাহা অত্যন্ত বিস্ময়কর ।"  একথার বক্তা নবাব মীরকাসেম । তিনি ব্রাহ্মণ চন্দ্রশেখরের কাছ থেকে ভবিষ্যৎ গণনা করা শিখেছিলেন । ইংরেজের সঙ্গে নবাবের যুদ্ধ বাঁধলে দলনী বেগম কোথায় থাকবেন স্বামীর সঙ্গে , নাকি বিচ্ছিন্ন হয়ে অন্য কোথাও , এটা জানতে চান । নবাব গণনা করে যা দেখলেন তা বিশ্বাস করবার মতো ছিল না । সহ্য করার মতোও ছিল না । তাই মীরকাসেম কী দেখেছেন তা বলেননি । নিজের গণনা ভ্রান্ত হতে পারে মনে করেই তিনি চন্দ্রশেখরকে দিয়ে ভালো করে গণনা করাবার জন্য তাকে আনতে পাঠালেন ।


[     ] মীরকাসেম খাঁ গণনা করে যা দেখেছিলেন , চন্দ্রশেখরও তাই দেখেছিলেন । সেজন্য তিনিও দেখার বিষয় টা স্পষ্ট করে কাউকে বলেনি । আমরা পরে দলনী বেগমের যে করুন , বেদনা জনক পরিণতি দেখেছি , তারা গণনার দ্বারা তা আগে থেকেই দেখেছিলেন । তাই বিস্মিত হয়েছিলেন । যুদ্ধের সময় দলনী বেগম স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন থাকবেন , শত্রুর হেফাজতে থাকবেন । বিপদগ্রস্থ এবং বেদনার্ত থাকবেন , ইহ জীবনে আর কখনো নবাবের সঙ্গে সাক্ষাৎ ঘটবে না । এই সবই নিশ্চয় মীরকাসেম ও চন্দ্রশেখর গণনা করে দেখেছেন । তাই তাঁদের বিষয়টি বিস্ময়কর মনে হয়েছে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন