গণদেবতা উপন্যাসের কোন চরিত্রটি দীর্ঘ মেয়াদী সাজা পায় । তার কোন কোন অপরাধের জন্য এমন জঘন্ন সাজা পায় ছেলেটা প্রশ্নোত্তর
প্রশ্ন : " গণদেবতা " উপন্যাসের কোন চরিত্রটি দীর্ঘ মেয়াদী সাজা পায় ? তার কোন কোন অপরাধের জন্য এমন জঘন্ন সাজা পায় ছেলেটা ?
উত্তর:- " গনদেবতা " উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ন চরিত্র দেবনাথ ঘোষ কে পনের মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল । তাঁর বিরুদ্ধে অনেক গুলো অভিযোগ ছিল । প্রধান অভিযোগ টি ছিল সেটেলমেন্টর এক কানুনগোকে অপমান । একদিন ঐ কানুনগো তৃষ্ণার্ত হয়ে দেবুর কাছে জল চায় । কিন্তু সম্বোধন করে রুঢ ভাষায় । প্রথমে তুই তকারি করে দেবু গ্রাহ না করায় " ইডিয়েট " বলে । তৃষ্ণার্ত কে জল না দেওয়া অধর্ম বলেই মনের ক্ষোভ চেপে রাখে দেবু কানুনগোকে একটা কদমা সহ জল দেয় । হাত মুখ ধোওয়ার পর গামছাও দেয় , পান সুপারি দেবার উদ্যোগেও করে । কিন্তু কানুনগো আবার দেবুকে " ওরে , এই ছোকরা " বলে সম্বধন করায় পান সুপারি ফেলে দিয়ে কাছে এসে বলে " কীরে , কি বলছিস ?" ক্রুদ্ধ কানুনগো অবাক বিস্ময়ে বলে ' হোয়াট ? আমারে তুই তুকারি করিস ?" দেবু জবাব দেয় , " সে তো তুই ই আগে করলি ।"
[ ] এই ক্রুদ্ধ কানুনগো দেবুকে ক্যাম্পে দেখা করার নোটিশ করলেও দেবু দেখা করেনি । এরপর কানুনগোর সুপারিশে ডেপুটি সাহেবও তাকে নোটিশ করেন । দেবু সে নোটিশও অগ্রাহ্য করে । পরে একদিন জরিপের সময় দেবুর জমির পাকা ধানের উপর দিয়ে শিকল টানতে থাকলে দেবু শিকল তুলে জমির বাইরে ফেলে দেয় । সুযোগ পেয়ে কানুনগো কাজ বন্ধ করে উপরে রিপোর্ট করে । জরিপের কাজ দেবু বাঁধা দিয়েছে । এই সব অপরাধের জন্যই দেবু অ্যারেস্ট হয় এবং ক্ষমা না চাওয়ার বিচারে তার পনেরো মাসের জেল হয় ।
কোন মন্তব্য নেই