বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

খানাপুরি ব্যাপার টা কি অসময়ে খানাপুরির প্রতিবাদে জগণ ডাক্তার দেবু পন্ডিত ও অন্যান্য গ্রামবাসীরা সোচ্চার হয়েছিল কেন প্রশ্নোত্তর

 

খানাপুরি ব্যাপার টা কি অসময়ে খানাপুরির প্রতিবাদে জগণ ডাক্তার দেবু পন্ডিত ও অন্যান্য গ্রামবাসীরা সোচ্চার হয়েছিল কেন বাংলা অনার্স সাম্মানিক প্রশ্নোত্তর Bengali honours gonodebota questions answer khanapuri beppar ta ki osomoya khanapuri r protibade jogon daktar Debu pondit o onnanno grambasira socchar hoyechilo keno


প্রশ্ন: " খানাপুরি " ব্যাপার টা কি ? অসময়ে খানাপুরির প্রতিবাদে জগণ ডাক্তার , দেবু পন্ডিত ও অন্যান্য গ্রামবাসীরা সোচ্চার হয়েছিল কেন ?

উত্তর:- " খানাপুরি " শব্দের অর্থ জরিপ । জমির পরিমাণের হিসাব নিকাশের জন্য মাপ - জোক । গ্রামে যখন খানাপুরির কথা জানানো হয় তখন চাষীদের পক্ষে সেটা ছিল অসময় । তখনও মাঠের ধান পাকেনি , সবে মাত্র চাল ভর হচ্ছে  । এই সময় কাঁচা ধানের উপর দিয়ে লোহার শিকল টেনে বুট পরে সরকারি লোকেরা চলাফেরা করলে ধান গাছ নষ্ট হয়ে যাবে । চাষীদের প্রভূত ক্ষতি সাধন হবে । সর্বনাশ হবে । একথা জরিপ করতে আসা মানুষ গুলো কে বলা হলেও তারা শুনতে চায়নি । সরকারী নির্দেশে কাজ করতে এসে তাবু খাটিয়ে তারা খাবে দাবে আর ধান পাকা পর্যন্ত অপেক্ষা করে সরকারি অর্থের অপচয় করবে , এটা হয় না । তাই তারা চাষীদের আবেদনে কান দেয়নি । অন্য দিকে , গরীব চাষীদের ধান নষ্ট করার ব্যাপারটাও মানুষ মেনে নিতে পারেনি । তাই , মানুষের ভালো চাওয়া দেবু পন্ডিত , জগন ডাক্তার প্রমুখের নেতৃত্বে একটা প্রতিবাদী আন্দোলন গড়ে তোলার উদ্যোগ হয় । শহরে গিয়ে উধরতন। কৃতপক্ষের কাছে আবেদন করার পর কথাও ভবা হয় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন