প্রশ্ন: " আমার ছেলে দুটিকে তোমরা গাল দিও না ,
ভাই ; যে করেছে তাকে গাল দিও ..." কে কাকে কোন প্রসঙ্গে একথা বলেছে ? বক্তার চরিত্রের পরিচয় দাও ।
উত্তর:- " আমার ছেলে দুটিকে তোমরা গাল দিও না , ভাই .." একথা শ্রীহরি পালের বউ অনিরুদ্ধ কামারের বউ পদ্ম কে উদ্দেশ্য করে বলেছে ।
শ্রীহরি সাংঘাতিক মানুষ । শত্রু ভাবাপন্ন মানুষকে জব্দ করতে সে ভয়ংকর অপরাধ মূলক কাজ করতেও দ্বিধা করে না । কিন্তু তাঁর বউ খুবই সহজ , সরল , দুঃখী মানুষ । তার সাতটা সন্তানের মধ্যে মাত্র দুটি বেঁচে আছে , তাও একটা রোগা , একটা পঙ্গু । তাঁর বিশ্বাস , স্বামী শ্রীহরির পাপের ফলেই সন্তানদের এই দশা । কিন্তু শ্রীহরি এটা বুঝতেও চায় না , নিজেকে অপরাধ কর্ম থেকে বিরতও করে না । চন্ডীমণ্ডপের সভায় অনিরুদ্ধ শ্রীহরিকে অপমান করেছিল বলে ক্রুদ্ধ শ্রীহরি অনিরুধের দু ' বিঘে জমির আধ পাকা ধান রাত্রে চুরি করে কেটে আনে । এটা অনুমান করতে অনিরুদ্ধ ও তাঁর বউ পদ্মর কোনো পরিশ্রম করতে হয়নি । কিন্তু শ্রীহরি ক্ষমতাবান , অর্থবান এবং ভয়ংকর মানুষ । সরাসরি তাঁর বাড়িতে চড়াও হওয়ার সাহস কারো নেই । তাই , নাম না করে ধান চোর গাল দিছিল পদ্ম । সেই গালাগালির মধ্যে পদ্ম এও বলছিল , যেন ধান চোরের জোড়া বেটা এক বিছানায় ধড়ফড় করে মরে ।
[ ] শ্রীহরির বউও জানে , ধান চুরির অপরাধ তার স্বামী করেছে । বাবার পাপে ছেলে কেন মরবে ! রোগা পঙ্গু ছেলে দুটোকে বাঁচিয়ে রাখার জন্য শ্রীহরির হয়তো কোনো মাথা ব্যাথা ছিল না , কিন্তু তার বউয়ের উদ্বেগের অন্ত ছিল না । পদ্মের গাল যদি লেগে যায় । যদি সত্যিই ছেলে দুটোর ক্ষতি হয় , তাহলে বউটা বাঁচবে কী নিয়ে , তাই পদ্মর কাছে এসে সে প্রাথর্না জানায় ছেলে দুটোর ক্ষতি চেয়ে সে যেন গাল না দেয় !
[ ] শ্রীহরির বউ টা ভালো । তার মনে কোনো পাপ নেই । সে কারো ক্ষতি চায় না । স্বামীর নানান পাপ কর্মের জন্য সে নিজে ভয়ে সিটিয়ে থাকে ; যদি স্বামীর পাপে তার ছেলেদের ক্ষতি হয় । তার মনে কোনো অংহকার নেই । সে কাউকে গাল দেয় না , বরং পাড়া প্রতিবেশী দের সঙ্গে মানিয়ে চলতে চায় । স্বামীর শত্রু দেবু পণ্ডিতের জেল হলে বউটা মাঝে মাঝে গিয়ে দেবুর বউ বিলুর খোঁজ খবর নিয়েছে । তাকে জিনিস পত্রও দিয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন