প্রশ্ন : " কিছুক্ষন চুপ করিয়া থাকিয়া সে আবার বলিল , পালের বউটি কিন্তুক বড় ভাল মেয়ে ।" কে কাকে বলল ? " পাল " বলা হয়েছে কাকে ? পালের বৌয়ের চরিত্র সম্পর্কে আলোচনা করো ।
উত্তর:- " কিছুক্ষণ চুপ .... পালের বউটি কিন্তুক বড়ো ভালো মেয়ে ।" কথাটা পদ্ম বলেছে দুর্গাকে । এখানে " পাল " বলা হয়েছে শ্রীহরি পালকে । শ্রীহরি এই " পাল " পদবীটিকে পছন্দ করে না । যারা নিজের হাতে জমি চাষ করে , সেই গোয়ালাদের পদবী হতে পারে পাল । কিন্তু , শ্রীহরি এখন নিজের হাতে আর চাষ করে , সেই গোয়ালাদের পদবী হতে পারে পাল । কিন্তু , শ্রীহরি এখন নিজের হাতে আর চাষ করে না । তার সম্পদ , সামাজিক মর্যাদাও বেড়েছে । তাই সে এখন " ঘোষ " হতে চায় ।
[ ] শ্রীহরি পাল অর্থপিশাচ , স্বার্থপর , বিবেকশূর্ন্য । সামান্য লাভের আশায় সে অন্যের ঘরে আগুন দিতেও দ্বিধা করে না । কিন্তু , তার বউটা ভালো স্বভাবের । সে বড়ো হতভাগী । অনেকগুলো সন্তানের জন্ম দিলেও বেঁচে আছে মাত্র দুটি , একটা রুগ্ন , একটা পঙ্গু । এই ছেলে দুটোকে বাঁচিয়ে রাখতে চিরুর বউয়ের তৎপরতার শেষ নেই । অনীরুধের ধান চুরির কাজটা যে শ্রীহরির , তা আর জেনে যাওয়া কঠিন থাকল না শ্রীহরির বউয়ের কাছে । তাঁর ধারণা , স্বামীর পাপের ফলেই পুত্রদের এমন অকাল মৃত্যু ঘটেছে । স্বামীকে সে নিয়ন্ত্রণ করতে পারে না , এটাই তাঁর দুঃখ । চুরি করে ধান কেটে নেওয়ার পর পদ্ম চোরের সঙ্গে চোরের বেটাদেরও অমঙ্গল সূচক গাল দিতে থাকলে ছিরুর বউ পদ্ম কে অনুরোধ করেছে , ছেলেদের যেন গাল না দেয় । ধান চুরির ক্ষতিপূরণ সে করতে পারে না , তবু পদ্মর হাতে কুড়িটা টাকা গুঁজে দিয়েছে । দেবু পন্ডিত জেলে থাকার সময় অসহায় বি যখন গ্রামের মেয়েরা সাহায্য করতে ও সঙ্গ দিতে এগিয়ে এসেছে , তখন ছিরুর বউও দূরে থাকেনি । স্বামী ও শাশুড়ির প্রতিকূলতা সত্ত্বেও ছিরুর বউ বারবার তার ভালো মানুষের স্বভাবের পরিচয় দিয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন