মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

শিবের বিবাহ যাত্রা বর্ণনা করো । " দশনে রসনা কাটিগুড়ি গুড়ি যায় " দর্শন ও রসনা শব্দ দুটির অর্থ লেখো

 




                 প্রশ্নের মান - ৫/৬


প্রশ্ন : শিবের বিবাহ যাত্রা বর্ণনা করো । " দশনে রসনা কাটিগুড়ি গুড়ি যায় " দর্শন ও রসনা শব্দ দুটির অর্থ লেখো ।

উত্তর:- অন্নদামঙ্গল কাব্যর একটা আকর্ষনীয় কবিতা " শিবের বিবাহ যাত্রা " । শিবের বিবাহ যাত্রা কে অবলম্বনে ভারতচন্দ্র লৌকিক জীবনকে যেমন ফুটিয়ে তুলেছেন তেমনি তা হয়ে উঠেছে হাস্যকর । নারদের উদ্যোগে বিবাহের দিনক্ষণ স্থির হলে শিব তার অনুচরদের নিয়ে হিমালয়ের গৃহে যাত্রা শুরু করেন । ব্রহ্মা হলেন বরপক্ষের পুরোহিত । বিষ্ণু বড়কর্তা । ইন্দ্র , কুবের , বায়ু , অগ্নি প্রভৃতি দেবতারাও উৎসাহের সঙ্গে চললেন । নারদ আনন্দে বরকে অদ্ভুত পোশাকে সাজালেন । বরযাত্রা , বর সাজানো এবং সেই সঙ্গে রঙ্গ রসিকতা একই প্রাণবন্ত হয়ে উঠেছে যে , শিব যে দেবাদিদেব তা ভুলেই গিয়েছেন ভারতচন্দ্র । যেমন বর সাজানো -



"নারদ রসিয়া                              হাসিয়া হাসিয়া 


                সাজাইতে গেল বর ।।" 


বরযাত্রী হিসাবে প্রথম দিকে দেবতারা ভূত প্রেতের উল্লাসের দাপটে তারা পালিয়ে যেতে বাধ্য হন । কারণ ভূত প্রেতের দল 


" তরু উপাড়িয়া                          গিরি উথারিয়া


                 কেল প্রলয়ের ঝড় ।"


আর তা দেখে দেবতারা ভয়ে কম্পিত । তারা প্রাণ নিয়ে পালিয়ে যেতে ব্যাস্ত । এমনকি দেবাদিদেব ইন্দ্রও 


" ইন্দ্রাদি পলায়                       অন্য কেবা তায়

    

                 দেখিয়া আনন্দ হয়ে ।"


ইন্দ্রে পিঠে চড়ে শিঙা বাজাতে বাজাতে শিব হিমালয়ে গৃহে উপস্থিত হলে কন্যা পক্ষীয়রা এ হেন বর দেখে বিস্ময়ে হতবাক হন । 



" দশন " শব্দের অর্থ দন্ত ।

" রসনা " শব্দের অর্থ জিহু ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন