বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

টপ গল্পের রাজাবাহাদুরের সঙ্গে লেখকের পরিচয় কিভাবে হয়েছিল প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক bengali honours টপ গল্পের রাজাবাহাদুরের সঙ্গে লেখকের পরিচয় কিভাবে হয়েছিল প্রশ্নোত্তর top golper rajabahadurer songe lekhoker porichoy kivabe hoyechilo questions answer


উত্তর:- “ টপ ” গল্পের রাজা বাহাদুরের সঙ্গে লেখকের পরিচয় হবার বৃত্তান্তটিও গল্পে সংক্ষেপে দেওয়া আছে । রাজা বাহাদুর ছিলেন রামগঙ্গা এষ্টেটের জমিদার  এন . আর . চৌধুরী । তারই  এষ্টেটের চাকরি করতেন লেখকের সহপাঠি । সেই সহপাঠির মাধ্যমেই রাজা বাহাদুরের এক জন্মবাসরে লেখক একটি কাব্য সম্বর্ধনা জ্ঞাপন করেন । তাতে লেখা ছিল 

          “ ত্রিভুবন প্রভাকর ওহে প্রভাকর 


         গুণবান মহীয়ান হে রাজেন্দ্রবর  ।...” ইত্যাদি


এই সম্বর্ধনা পেয়ে রাজা বাহাদুর যথার্থই মুগ্ধ এবং খুশি হন । সেই কারণেই ইতিহাসের বিদ্যোৎসাহী রাজাদের মতোই তিনি কবিকে পারিতোষিক দেন ডেকে পাঠিয়ে । সামান্য উপলক্ষে একটা সোনার ঘড়িরও দেন । সেই থেকে লেখক ও রাজা বাহাদুরের মধ্যে যোগাযোগ ছিল । প্রায়ই তিনি লেখক কে ডেকে চা খাওয়াতেন ।  রাজা বাহাদুর কে লেখক যথার্থই মান্য করতেন শ্রদ্ধা করতেন । তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল না । গল্পে উভয়ের মধ্যে যে সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে তা বন্ধুত্বের সম্পর্ক নয় । তিনি যেন রাজা বাহাদুরের অনুগৃহীত কেউ ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন