টপ গল্পের রাজাবাহাদুরের সঙ্গে লেখকের পরিচয় কিভাবে হয়েছিল প্রশ্নোত্তর
উত্তর:- “ টপ ” গল্পের রাজা বাহাদুরের সঙ্গে লেখকের পরিচয় হবার বৃত্তান্তটিও গল্পে সংক্ষেপে দেওয়া আছে । রাজা বাহাদুর ছিলেন রামগঙ্গা এষ্টেটের জমিদার এন . আর . চৌধুরী । তারই এষ্টেটের চাকরি করতেন লেখকের সহপাঠি । সেই সহপাঠির মাধ্যমেই রাজা বাহাদুরের এক জন্মবাসরে লেখক একটি কাব্য সম্বর্ধনা জ্ঞাপন করেন । তাতে লেখা ছিল
“ ত্রিভুবন প্রভাকর ওহে প্রভাকর
গুণবান মহীয়ান হে রাজেন্দ্রবর ।...” ইত্যাদি
এই সম্বর্ধনা পেয়ে রাজা বাহাদুর যথার্থই মুগ্ধ এবং খুশি হন । সেই কারণেই ইতিহাসের বিদ্যোৎসাহী রাজাদের মতোই তিনি কবিকে পারিতোষিক দেন ডেকে পাঠিয়ে । সামান্য উপলক্ষে একটা সোনার ঘড়িরও দেন । সেই থেকে লেখক ও রাজা বাহাদুরের মধ্যে যোগাযোগ ছিল । প্রায়ই তিনি লেখক কে ডেকে চা খাওয়াতেন । রাজা বাহাদুর কে লেখক যথার্থই মান্য করতেন শ্রদ্ধা করতেন । তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল না । গল্পে উভয়ের মধ্যে যে সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে তা বন্ধুত্বের সম্পর্ক নয় । তিনি যেন রাজা বাহাদুরের অনুগৃহীত কেউ ।
কোন মন্তব্য নেই