ঘরের এক কোণে মাদুর পেতে কত এস্টিমেট হিসেবের কাটাকুটি দোকান ঘরের প্ল্যান ।” কিসের দোকান ? প্ল্যানের পরিণতি কি হয়েছিল প্রশ্নোত্তর
উত্তর:- লেখকের বাবা শেয়ারে একটা চায়ের দোকান খোলার কথা ভেবেছিলেন । বাবা কলকাতায় একটা কারখানায় কাজ করতেন । সেই কারখানার মালিকানা হাতবদল হওয়ায় কাজকর্ম আপাত ভাবে বন্ধ হয়ে যায় । রোজগার না থাকায় অন্য কোন কাজও খুঁজে না পাওয়ায় লেখকের বাবা পরিবার নিয়ে খুবই সমস্যায় পড়েন । উপার্জনের অনেক চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আর একজনের সঙ্গে শেয়ারে চায়ের দোকান চালাবার পরিকল্পণা করেন । দোকান করবার টাকা দেবেন সেই বন্ধু , আর খাটা খাটনি করবেন লেখকের বাবা ।
[ ] এই চায়ের দোকান খুলবার জন্যই বাসার কোণে মাদুর পেতে বসে ক'দিন ধরে প্ল্যান এস্টিমেট হয় কিন্তু আর খোলা হয় না । পড়ে বোঝা যায় বাবার ঐ বন্ধু লোকটা অসৎচরিত্র , ধান্দাবাজ । তাই আসত চা খেত পরিকল্পনার ছুতোয় লেখকের মা ও দিদির সঙ্গে ফষ্টিনষ্টি করার সুযোগ খুঁজতো । মেয়ের বয়সী মেয়ে লেখকের দিদির হাত ধরে অসভ্যতা করে । তাই বাবা তাকে তাড়িয়ে দিয়েছে । দোকান করার স্বপ্নভঙ্গ হয়েছে ।
কোন মন্তব্য নেই