Breaking News

ঘরের এক কোণে মাদুর পেতে কত এস্টিমেট হিসেবের কাটাকুটি দোকান ঘরের প্ল্যান ।” কিসের দোকান ? প্ল্যানের পরিণতি কি হয়েছিল প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক bengali honours ঘরের এক কোণে মাদুর পেতে কত এস্টিমেট হিসেবের কাটাকুটি দোকান ঘরের প্ল্যান কিসের দোকান প্ল্যানের পরিণতি কি হয়েছিল প্রশ্নোত্তর ghorer ak kone madur pete koto astimet hiseber katakuti dokan ghorer plan kiser dokan planer porinoti ki hoyechilo questions answer


উত্তর:- লেখকের বাবা শেয়ারে একটা চায়ের দোকান খোলার কথা ভেবেছিলেন । বাবা কলকাতায় একটা কারখানায় কাজ করতেন । সেই কারখানার মালিকানা হাতবদল হওয়ায় কাজকর্ম আপাত ভাবে বন্ধ হয়ে যায় । রোজগার না থাকায় অন্য কোন কাজও খুঁজে না পাওয়ায় লেখকের বাবা পরিবার নিয়ে খুবই সমস্যায় পড়েন । উপার্জনের অনেক চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আর একজনের সঙ্গে শেয়ারে চায়ের দোকান চালাবার পরিকল্পণা করেন । দোকান করবার টাকা দেবেন সেই বন্ধু , আর খাটা খাটনি করবেন লেখকের বাবা ।


[    ] এই চায়ের দোকান খুলবার জন্যই বাসার কোণে মাদুর পেতে বসে ক'দিন ধরে প্ল্যান এস্টিমেট হয় কিন্তু আর খোলা হয় না । পড়ে বোঝা যায় বাবার ঐ বন্ধু লোকটা অসৎচরিত্র , ধান্দাবাজ । তাই আসত চা খেত পরিকল্পনার ছুতোয় লেখকের মা ও দিদির সঙ্গে ফষ্টিনষ্টি করার সুযোগ খুঁজতো । মেয়ের বয়সী মেয়ে লেখকের দিদির হাত ধরে অসভ্যতা করে । তাই বাবা তাকে তাড়িয়ে দিয়েছে । দোকান করার স্বপ্নভঙ্গ হয়েছে ।



কোন মন্তব্য নেই